image
ছবিঃ সংগৃহীত

সিংগাইরে বিদ্যুৎস্পৃষ্টে একজনের মৃত্যু

শুক্রবার, ০২ জানুয়ারী ২০২৬
প্রতিনিধি, সিংগাইর (মানিকগঞ্জ)

মানিকগঞ্জের সিংগাইরে বিদ্যুতের ট্রান্সফরমার চুরি করতে গিয়ে চোর চক্রের এক সদস্য বিদ্যুৎস্পৃষ্টে ঘটনাস্থলেই মারা গেছে। উপজেলার ধল্লা ইউনিয়নের খানপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

এলাকাবাসী সূত্রে জানা গেছে, গত ১ জানুয়ারি গতকাল বৃহস্পতিবার রাতে চোর চক্র খানপাড়া এলাকার একটি ফাঁকা জায়গায় স্থাপিত বিদ্যুতের খুঁটির ট্রান্সফরমার চুরি করতে যায়। এ সময় তারা ট্রান্সফরমারের সঙ্গে লাগানো শেকল ও তালা কাটার চেষ্টা করে।

ট্রান্সফরমারটি খুলে ফেলার আগেই হঠাৎ বিদ্যুৎস্পৃষ্টে ওই চোর নিচে পড়ে যায় এবং ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। মৃতদেহটি রাতেই সামান্য দূরে সরিয়ে রেখে চক্রের অন্যরা পালিয়ে যায় বলে ধারণা করা হচ্ছে।

শুক্রবার, (০২ জানুয়ারী ২০২৬) সকালে লাশটি পথচারীদের নজরে পড়লে বিষয়টি স্থানীয়দের মধ্যে জানাজানি হয়। পরে পুলিশকে খবর দিলে তারা ঘটনাস্থল থেকে মৃতদেহ নিয়ে যায়। স্থানীয়রা জানান,সপ্তাহ খানেক আগেও পার্শ্ববর্তী এলাকার বিদ্যুতের খুঁটি থেকে একটি ট্রান্সফরমার চুরি হয়েছিল, যা এলাকাবাসীর মধ্যে উদ্বেগের সৃষ্টি হয়েছে । এ রিপোর্ট লেখা পর্যন্ত নিহত ব্যক্তির পরিচয় জানা যায়নি। সিংগাইর পল্লী বিদ্যুতের ডিজিএম মো. গোলাম রাব্বানী বলেন, আমরা মেসেজ পাওয়ার সঙ্গে সঙ্গে বিষয়টি থানা-পুলিশকে অবহিত করেছি। তারা ঘটনাস্থল থেকে মৃতদেহ নিয়ে এসেছেন। আমরা চোর চক্রটিকে আইডেন্টিফাই করতে ওসি সাহেব এবং উপজেলা আইনশৃঙ্খলা সভায়ও উত্থাপন করেছি। এছাড়া চক্রের বিরুদ্ধে আমরা এলাকায় মাইকিং করে জনসাধারণকে উদ্বুদ্ধ করছি। সিংগাইর থানার (ওসি) মো. মাজহারুল ইসলাম বলেন, অজ্ঞাত লাশের সুরতহাল রিপোর্ট প্রস্তুত করে মর্গে পাঠানো হয়েছে। পিবিআই ফিঙ্গারপ্রিন্ট নিয়ে লাশ শনাক্তের ব্যবস্থা করবে।

আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

‘সারাদেশ’ : আরও খবর

» দশমিনায় মসলা চাষে বদলে গেছে গ্রামের নাম

» আত্রাইয়ে ছাত্রলীগের দুই নেতা গ্রেপÍার

সম্প্রতি