নওগাঁর আত্রাই থানাপুলিশ অভিযান চালিয়ে আজমল হোসেন (৩২) ও সৌরভ হোসেন (২২) নামে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের দুই নেতাকে গ্রেফতার করেছে। প্রকাশ্য মিছিল এবং সন্ত্রাস বিরোধী আইনে দায়েরকৃত মামলায় বৃহস্পতিবার রাতে তাদেরকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার আজমল হোসেন উপজেলার হাটকালুপাড়া ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি ও বান্দাইঘাড়া গ্রামের আব্দুল মজিদ প্রামানিকের ছেলে এবং সৌরভ হোসেন একই ইউনিয়ন ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক ও একই গ্রামের জামরুল হোসেনের ছেলে। গ্রেপ্তারকৃতদের শুক্রবার আদালতে প্রেরণ করা হয়েছে।
আত্রাই থানার (ওসি) আব্দুল করিম জানান, গত ১৬ ডিসেম্বর বিজয় দিবসে হঠাৎ করেই কার্যক্রম নিষিদ্ধ আওয়ামীলীগ ও নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের নেতাকর্মীরা বিজয় মিছিল বের করে। এ ঘটনায় থানা-পুলিশের পক্ষ থেকে ওই রাতেই সন্ত্রাস দমন আইনে থানায় মামলা দায়ের করা হয়। দায়েরকৃত মামলার ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে আজমল হোসেন এবং সৌরভ হোসেনকে গ্রেপ্তার করা হয়েছে। বৃহস্পতিবার রাতে উপজেলার বিভিন্ন এলাকায় বিশেষ অভিযান পরিচালনাকালে বান্দাইঘাড়া গ্রাম থেকে তাদেরকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতদের শুক্রবার আদালতে প্রেরণ করা হয়েছে বলে জানিয়েছেন পুলিশের এই কর্মকর্তা।
বিজ্ঞান ও প্রযুক্তি: ভয়েসের মিডিয়া মনিটরিং প্রতিবেদন: অনলাইন হামলা ক্রমেই বাস্তবজীবনে হুমকিতে রূপ নিচ্ছে
বিজ্ঞান ও প্রযুক্তি: কিশোরীদের ডিজিটাল ক্ষমতায়নে বিটগেট ও ইউনিসেফের যৌথ উদ্যোগ
সারাদেশ: রাজশাহীতে অভিযানে ফেনসিডিল জব্দ