টাঙ্গাইলের সখীপুরে এক অন্ধ ভিক্ষুকের ৭ মাসের এক শিশু অপহরণের ঘটনা ঘটে। এ ঘটনায় শিশু উদ্ধারসহ অপহরণকারী স্বপ্না আক্তারকে গ্রেপ্তার করেছে সখীপুর থানা পুলিশ। গতকাল শুক্রবার সন্ধ্যা ৭টার উপজেলার স্থানীয় তালতলা চত্বরে একটি রেস্টুরেন্টের সামনে এ ঘটনা ঘটে।
পুলিশ সূত্রে জানা যায়, শুক্রবার সন্ধ্যা ৭টায় শিশু অপহরণ ঘটনার পরপরই সোস্যাল মিডিয়ায় ব্যাপক প্রচার চালায় স্থানীয়রা। বিষয়টি পুলিশের নজরে আসলে তা আমলে নিয়ে ভিডিও ফুটেজের জের ধরে তদন্ত শুরু করে। উপপরিদর্শক (এসআই) মোশারফ হোসাইন চৌধুরীর নেতৃত্বে পুলিশের একটি চৌকস টিম প্রথমে গাজীপুরের কালিয়াকৈর ও পরে মেট্রোপলিটন এলাকার কাশিমপুর থানাধীন এনায়েতপুর থেকে কাশিমপুর থানা পুলিশের সহায়তায় অভিযান চালিয়ে ঘটনার ৫ ঘণ্টার ব্যবধানে শিশুটিকে নিরাপদে উদ্ধার ও অপহরণকারী স্বপ্না আক্তারকে গ্রেপ্তার করে।
সখীপুর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. হেলাল উদ্দিন পিপিএম বলেন, উপপরিদর্শক মোশারফ হোসেনের নেতৃত্বে পুলিশ অভিযান চালিয়ে ৫ ঘণ্টার মধ্যে গাজীপুরের কাশিমপুর উপজেলার এনায়েতপুর এলাকা থেকে শিশুটিকে জীবিত উদ্ধার করা হয়। অপহরণকারী বড় কোনো চক্রের সঙ্গে জড়িত কিনা তা খতিয়ে দেখবে পুলিশ।
অর্থ-বাণিজ্য: কাঁচামাল সংকটে দেশি পাটকল, রপ্তানি বন্ধ চান ব্যবসায়ীরা