ঢাকার গুলশান, বনানী, বারিধারা ও ক্যান্টনমেন্ট নিয়ে গঠিত ঢাকা-১৭ আসনে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বিপরীতে জামায়াতে ইসলামীর প্রার্থী ডা. এস এম খালিদুজ্জমান। পেশায় চিকিৎসক ও ব্যবসায়ী খালিদুজ্জমানের শুধু ব্যবসা থেকেই বছরে আয় ৩ কোটি ৫২ লাখ টাকা। নিজের নির্বাচনী হলফনামায় এই তথ্য দিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত এই সংসদ সদস্যপ্রার্থী।
নির্বাচন কমিশনের ওয়েবসাইটে প্রকাশিত হলফনামায় ডা. এস এম খালিদুজ্জমান জানিয়েছেন, তিনি একজন ব্যবসায়ী ও চিকিৎসক। তার ব্যবসা থেকে বছরে আয় হয় ৩ কোটি ৫২ লাখ টাকা। তিনি বছরে শেয়ার, সঞ্চপত্র বা ব্যাংক আমানত থেকে থেকে আয় করেন ১১ লাখ ৬৮ হাজার ৫২৭ টাকা।
হলফনামায় আরও উল্লেখ করা হয়, বর্তমানে তার হাতে নগদ ৬৮ লাখ ২৬ হাজার ১২০ টাকা এবং স্ত্রীর হাতে ৩ লাখ ৪৮ হাজার ৫১০ টাকা রয়েছে। ব্যাংকে তার নিজের নামে ৩৩ লাখ ৭৯ হাজার ৩৬৩ টাকা এবং স্ত্রী একাউন্টে ৫ লাখ ৪৪ হাজার ৭০২ টাকা রয়েছে। ৫ সন্তানের পিতা ডা. খালিদুজ্জমানের নিজের নামে ২ কোটি ২৫ লাখ ৫৯৫ টাকা এবং তার স্ত্রী নামে ৯০ লাখ টাকার বন্ড, ঋণপত্র ও কোম্পানির শেয়ার রয়েছে। এছাড়া তার নিজের নামে সঞ্চয়পত্র রয়েছে ১ কোটি ৩৬ লাখ ৮৯ হাজার ৬১৭ টাকা এবং স্ত্রীর নামে ৩৯ লাখ ৫০ হাজার টাকা রয়েছে।
খুলনার পাইকগাছায় ডা. খালিদুজ্জমানের নামে কৃষি জমি রয়েছে ১২৮.৮৯ শতাংশ। ঢাকায় নিজের নামে ২ কোটি ৬ লাখ ৬০ হাজার টাকা সমমূল্যের এবং স্ত্রীর নামে ৯৭ লাখ ৩৯ হাজার ৫২০ টাকা সমমূল্যের বাড়ি/এপার্টমেন্ট রয়েছে। এছাড়া তার নিজের ২০ ভরি এবং স্ত্রী রয়েছে ৪০ ভরি স্বর্ণ। খালিদুজ্জমানের নিজের নামে গাড়ি রয়েছে ১৩ কোটি ৭০ লাখ টাকা সমমূল্যের এবং স্ত্রীর রয়েছে ৪৬ লাখ ৫০ হাজার টাকা সমমূল্যের গাড়ি।
অপরদিকে একই আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) মনোনিত প্রার্থী দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান তার হলফনামায় জানিয়েছেন, তার মোট সম্পদের পরিমাণ ১ কোটি ৯৬ লাখ ৮০ হাজার ১৮৫ টাকা। ২০২৪–২৫ অর্থবছরে তার বার্ষিক আয় দেখানো হয়েছে ৬ লাখ ৭৬ হাজার ৩৫৩ টাকা, যা মূলত শেয়ার, সঞ্চয়পত্র, বন্ড ও ব্যাংক আমানত থেকে অর্জিত।
তারেক রহমানের নিজের নামে নগদ ও ব্যাংক আমানত রয়েছে ৩১ লাখ ৫৮ হাজার ৪২৮ টাকা এবং তার স্ত্রীর নামে রয়েছে ৬৬ লাখ ৫৪ হাজার ৭৪৭ টাকা। এছাড়া তার নামে প্রায় ৯০ লাখ টাকার এফডিআর রয়েছে। তার স্ত্রীর নামে নগদ ও ব্যাংকে ৬৬ লাখ ৫৪ হাজার ৭৪৭ টাকা রয়েছে। স্ত্রীর সম্পদ রয়েছে ১ কোটি ৫ লাখ ৩০ হাজার ১৯১ টাকা।
তারেক রহমানের এফডিআর রয়েছে ৯০ লাখ ২৪ হাজার ৩০৭ টাকা; আর স্ত্রীর এফডিআর রয়েছে ৩৫ লাখ টাকা। তিনি এ বছর (২০২৫-২৬) আয়কর দিয়েছেন ১ লাখ ১ হাজার ৪৫৩ টাকা এবং স্ত্রী আয়কর দিয়েছেন ৫ লাখ ৫৭ হাজার ৭১৩ টাকা।