রাজশাহী সীমান্তে চোরাচালান বিরোধী অভিযানে নিষিদ্ধ ভারতীয় ফেনসিডিল জব্দ করেছে বিজিবি। রাজশাহী ব্যাটালিয়নের (১ বিজিবি) সহকারী পরিচালক মো. সোহাগ মিলন জানান গোপন সংবাদের ওপর ভিত্তি করে চরমাজারদিয়াড় বিওপির সদস্যগন দামকুড়া থানার হাড়–পাড়ার বাশবাগানে শুক্রবার, (০২ জানুয়ারী ২০২৬)ভোর ৪টায় মাদকবিরোধী অভিযান চালিয়ে মালিকবিহনি ৪০ বোতল ফেনসিডিল জব্দ করেছে। জব্দকৃত ফেনসিডিল দামকুড়া থানায় জমা দেয়ার কার্যক্রম প্রক্রিয়াধীন আছে বলেও তিনি জানান।