টানা শৈত্যপ্রবাহের কারণে কনকনে শীতে যখন ঘর থেকে মানুষ বের হতে পারছে না, ঘনকুয়াশা আর হিমেল হাওয়ায় বেড়েছে শীতের তীব্রতা। আয়-উপার্জনের পথ যখনবন্ধঠি কতখনি উষ্ণতা ছড়াতে বাংলাদেশ এক্সটেনশন এডুকেশন সার্ভিসেস (বিজ) দর্শনা ব্রাঞ্চের উদ্যোগে ২০০ জন শীতার্ত সদস্যদের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে। প্রতিষ্ঠানটির পরিচালনা পর্ষদের নির্দেশনায় শীতার্ত ও অসহায় মানুষের পাশে দাঁড়ানোর লক্ষ্যে এসব শীতবস্ত্র বিতরণ করা হয়।
গতকাল বৃহস্পতিবার বিকালে প্রতিষ্ঠানটির চুয়াডাঙ্গা জেলার দর্শনা ব্রাঞ্চে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে বিজ-এর দরিদ্রদের হাতে শীতবস্ত্র তুলে দেন বাংলাদেশ এক্সটেনশন এডুকেশন সার্ভিসেস (বিজ) প্রধান কার্যালয়ের জ্যেষ্ঠ সহকারী পরিচালক ও টিম লিডার আব্দুল্লাহ আলমঈদ। এ সময় শীতবস্ত্র হাতে পেয়ে অসহায় মানুষের চোখে মুখে ফুটে ওঠে স্বস্তি ও আনন্দের ছাপ। বিজ-এর এইমান বিকউদ্যোগের জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন তারা।
বাংলাদেশ এক্সটেনশন এডুকেশন সার্ভিসেস (বিজ) চুয়াডাঙ্গা জোনের জোনাল ম্যানেজার হাফিজুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বিজ-এর চুয়াডাঙ্গা জোনের জ্যেষ্ঠ কমপ্লায়ন্স অফিসার আর জাহিদ, শিক্ষা সুপারভাইজার আব্দুল হান্নান, চুয়াডাঙ্গার সাব জোনাল ম্যানেজার শামীম আজাদ, দর্শনার ব্রাঞ্চ ম্যানেজার আলিনুর ইসলামসহ কর্মচারী ও কর্মকর্তারা।
শীতবস্ত্র বিতরণকালে প্রতিষ্ঠানটির প্রধান কার্যালয়ের জ্যেষ্ঠ সহকারী পরিচালক আব্দুল্লাহ আলমঈদ বলেন, সমাজে বিত্তবান ব্যক্তি ও প্রতিষ্ঠানের উচিত অসহায়, দরিদ্র ও দুস্থদের মৌলিক চাহিদা পূরণে তাদেও পাশে এসে দাঁড়ানো।