আত্রাইয়ে কবিরাজের সাপের কামড়ে যুবকের মৃত্যুর অভিযোগ

শনিবার, ০৩ জানুয়ারী ২০২৬
প্রতিনিধি, আত্রাই (নওগাঁ)

নওগাঁর আত্রাইয়ে এক প্রতিবন্ধী যুবককে ঝাড়–ফুঁকের মাধ্যমে চিকিৎসার সময় গলায় পেঁচিয়ে দেয়া বিষধর সাপের কামড়ে জয়দেব দেবনাথ (২১) নামে এক যুবকের মৃত্যুর অভিযোগ উঠেছে। এ ঘটনায় থানায় একটি ইউডি মামলা দায়ের করা হয়েছে। পুলিশ শনিবার, (০৩ জানুয়ারী ২০২৬) দুপুরে জয়দেবের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠিয়েছে। ঘটনাটি ঘটে গতকাল শুক্রবার রাতে উপজেলার তিলাবদুড়ী গ্রামে। জয়দেব দেবনাথ ওই গ্রামের নিমাই দেবনাথের ছেলে।

নিহতের স্বজনরা জানান, জন্মগতভাবেই জয়দেব শারীরিক ও মানসিক প্রতিবন্ধী ছিলেন। হঠাৎ করেই নওগাঁয় এক কবিরাজের সন্ধান পান তারা। ওই কবিরাজ জানান, জয়দেবকে ভালো করা সম্ভব। এজন্য গ্রামের বাড়ি বাড়ি থেকে চাল ভিক্ষা করে তিন পালা বেহুলা–লখিন্দরের গান গাইতে হবে বলে জানান তিনি। কবিরাজের কথামতো গত বৃহস্পতিবার গ্রামে ভিক্ষা করে চাল তোলার পর মন্দির প্রাঙ্গণে বেহুলা-লখিন্দরের গানের আয়োজন করা হয়। প্রথম দিন জয়দেবের গলায় সাপ পেঁচিয়ে ঝাড়–ফুঁক করা হয়। এরপর গানের দ্বিতীয় দিন গতকাল শুক্রবার রাতে গান চলাকালে রাত আনুমানিক আড়াইটার দিকে আবারও কবিরাজ জয়দেবের গলায় বিষধর সাপ পেঁচিয়ে দেন। কিছুক্ষণ পরই সাপটি জয়দেবকে কামড় দেয়। এরপর ঝাড়–ফুঁক করা হলেও তাকে সুস্থ করা সম্ভব হয়নি। ফলে ওই রাতেই তার মৃত্যু হয়। এ সময় কবিরাজ পালিয়ে যান। জয়দেবের জ্যাঠা দুর্জন দেবনাথ জানান, বেশ কিছুদিন আগে নওগাঁয় জনৈক ওই কবিরাজের সঙ্গে তাদের পরিচয় হয়। পরে বেহুলা-লখিন্দরের পালাগানের মাধ্যমে ঝাড়–ফুঁক করে প্রতিবন্ধী জয়দেবকে সুস্থ করা যাবে- এমন আশ্বাস দেন কবিরাজ। তার কথায় বিশ্বাস করে গানের আয়োজন করা হয়। গতকাল শুক্রবার রাতে পালাগান চলাকালে জয়দেবের গলায় সাপ পেঁচিয়ে দেয়া হয়। এরপর সাপের কামড়ে অসুস্থ হয়ে পড়লে অনেক ঝাড়–ফুঁক করেও তাকে আর সুস্থ করা যায়নি। ফলে রাতেই তার মৃত্যু হয়।

জয়দেবের বাবা নিমাই দেবনাথ বলেন, অভিযুক্ত কবিরাজের নাম-ঠিকানা তারা জানেন না। তবে শুনেছেন, মান্দা উপজেলার কোনো এক গ্রামে তার বাড়ি। কবিরাজের মোবাইল নম্বরও তাদের কাছে নেই। তিনি বলেন, ‘সাপ গলায় পেঁচিয়ে ঝাড়–ফুঁক করার সময় আমি সেখানে ছিলাম না। তবে আমার ধারণা, সাপের কামড়েই জয়দেব মারা গেছে।’ মরদেহের সুরতহাল প্রস্তুতকারী ও তদন্ত কর্মকর্তা এসআই সাহাজুল ইসলাম বলেন, ‘জয়দেবের শরীরে একটি কালো ক্ষতচিহ্ন পাওয়া গেছে।

এটি সাপের কামড়ের চিহ্ন কিনা, তা নিশ্চিতভাবে বলা যাচ্ছে না।’

আত্রাই থানার ওসি আব্দুল করিম বলেন, ‘ঘটনার খবর পেয়ে জয়দেবের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় নিহতের বাবা নিমাই দেবনাথ একটি ইউডি মামলা দায়ের করেছেন। সাপের কামড়েই মৃত্যু হয়েছে, নাকি অন্য কোনো কারণে- তা ময়নাতদন্ত প্রতিবেদন পাওয়ার পর নিশ্চিত হওয়া যাবে। রিপোর্ট পাওয়ার পর পরবর্তী আইনগত ব্যবস্থা নেয়া হবে।’

‘সারাদেশ’ : আরও খবর

সম্প্রতি