image

তেজগাঁও রাস্তা অবরোধ

রোববার, ০৪ জানুয়ারী ২০২৬
সংবাদ অনলাইন রিপোর্ট

ঢাকার তেজগাঁও কলেজ ছাত্রাবাসে দুই পক্ষের সংঘর্ষে এক শিক্ষার্থীর মৃত্যুর ঘটনায় ফের ফার্মগেইটে এলাকায় সড়ক অবরোধ করছেন তার সতীর্থরা।

রোববার সকাল সোয়া ১০টার দিকে শিক্ষার্থীরা সড়কে অবস্থান নিলে রাজধানীর ব্যস্ত এই সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায় বলে তেজগাঁও থানার ওসি ক্যশৈন্যু মারমা জানিয়েছেন।

তিনি বলেন, "তেজগাঁও কলেজের এক শিক্ষার্থীর মৃত্যুর প্রতিবাদে কিছু শিক্ষার্থীরা সড়কে অবস্থান নিয়েছেন। আমরা তাদের সাথে কথা বলে সড়ক থেকে সরিয়ে দিতে চেষ্টা করছি।"

শিক্ষার্থীদের সড়ক অবরোধের কারণে তেজগাঁও, কারওয়ানবাজারসহ আশপাশের এলাকায় যানজটের সৃষ্টি হয়েছে।

তেজগাঁও কলেজের ছাত্রাবাসে দুই পক্ষের মধ্যে মারামারি হয় গেল ৬ ডিসেম্বর। এতে কয়কজন আহত হন। তাদের মধ্যে সাকিবুল হাসান রানা নামে এক শিক্ষার্থী চিকিৎসাধীন অবস্থায় ১০ ডিসেম্বর রাতে মারা যান।

‘সারাদেশ’ : আরও খবর

সম্প্রতি