image
মোরেলগঞ্জ (বাগেরহাট) : ফাতেমা হোসাইন ফাউন্ডেশনের উদ্যোগে শিক্ষার্থীদের মেধা বৃত্তি প্রদান -সংবাদ

মোরেলগঞ্জে ফাতেমা হোসাইন ফাউন্ডেশনের উদ্যেগে শিক্ষার্থীদের মেধা বৃত্তি প্রদান

রোববার, ০৪ জানুয়ারী ২০২৬
প্রতিনিধি, মোরেলগঞ্জ (বাগেরহাট)

বাগেরহাটের মোরেলগঞ্জে ফাতেমা হোসাইন ফাউন্ডেশনের উদ্যেগে মেধাবী শিক্ষার্থীদের মাঝে ২০২৫ মেধা বৃত্তি প্রদান অনুষ্ঠিত হয়েছে। রোববার,(০৪ জানুয়ারী ২০২৬) সকাল ১০টায় হোগলাপাশা ইউনিয়নের সম্মীলনী মাধ্যমিক শিক্ষা নিকেতন বিদ্যালয় মাঠে ফাতেমা হোসাইন ফাউন্ডেশনের আয়োজনে এ মেধা বৃত্তি প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের অবসরপ্রাপ্ত সিনিয়র সচিব ড. মোহাম্মদ মশিউর রহমান, সম্মীলনী মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. মাহাবুবুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন চেয়ারম্যান স্বাধীনতা অধিকার আন্দোলন সংগঠনের ড. কাজী মনিরুজ্জামান মনির, ফাতেমা হোসাইন ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা পরিচালক মো. ফারুক হাওলাদার, প্রস্তাবিত সেলিমাবাদ থানার আহবায়ক অ্যাডভোকেট শেখ নজরুল ইসলাম কাজল, ফাউন্ডেশন প্রতিষ্ঠাতা পরিচালকের সহধর্মিনী হুমায়রা ফারুক, এ সময় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন সম্মীলনী মাধ্যমিক শিক্ষা নিকেতন বিদ্যালয়ের প্রধান শিক্ষক মিরাজ শাহ ফকির, শিক্ষক মনিরুজ্জামান, অবসর প্রাপ্ত শিক্ষক জুলফিকার হায়দার, অ্যাডভোকেট মাসুদুর রহমান সহ স্থানীয় বিভিন্ন পর্যায়ের সুশীল সমাজের প্রতিনিধিরা। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন প্রধান শিক্ষক খান আবুল বাশার। ফাতেমা হোসাইন ফাউন্ডেশনের উদ্যেগে এ বছরে অত্র এলাকার রামচন্দ্রপুর, বনগ্রাম ও হোগলাপাশার ৩টি ইউনিয়নের ৩৮টি সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ও ২টি মাদ্রাসার ১০৯ জন মেধাবী শিক্ষার্থীরা এ বৃত্তি প্রদান অনুষ্ঠানে অংশগ্রহণ করে প্রতিযোগিতামূলক পথম স্থান অধিকারী শিক্ষার্থী আব্দুল্লাহ আল সাকীব কে ৮ হাজার টাকা, দ্বিতীয় স্থান অধিকারী শিক্ষার্থী মারইয়ান ইকবাল কে ৭ হাজার ও তৃতীয় স্থান অধিকারী শিক্ষার্থীকে ৬ হাজার টাকা সহ সনদপত্র ও পুরষ্কার প্রদান করা হয় এবং ২০ জন শিক্ষার্থীকে জনপ্রতি ৫ হাজার টাকা করে সনদ ও পুরষ্কার দেওয়া হয়। এ ছাড়া অংশগ্রহণকারী বাকি ৮৬ জন শিক্ষার্থীকে সনদপত্র ও পুরষ্কার প্রদান করা হয়েছে।

এ সম্পর্কে ফাতেমা হোসাইন ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান আমেরিকা প্রবাসী মো. ফারুক হাওলাদার বলেন ২০১৯ সালে থেকে ফাতেমা হোসাইন ফাউন্ডেশনের উদ্যেগে এ অঞ্চলের শিশু শিক্ষার্থীদের মেধা ভিত্তিক বৃত্তি প্রদান অনুষ্ঠানের মাধ্যমে পুরস্কার প্রদান করে আসছেন।

এ বছরেও ১০৯ জন মেধাবী শিক্ষার্থীকে বৃত্তি প্রদান করা হয়েছে। এ ছাড়া এ প্রতিষ্ঠানটির মাধ্যমে আত্মমানবতার সেবায় অসহায় দুস্থ শীতার্থদের মাঝে কম্বল বিতারণসহ নানাবিধ সামাজিক কর্মকা-ে আর্থিক সহযোগিতা করে আসছেন।

‘সারাদেশ’ : আরও খবর

সম্প্রতি