টাঙ্গাইলের ধনবাড়ীতে অধিকাংশ চায়ের দোকান মিনি সিনেমা হলে পরিণত হয়েছে সেই সঙ্গে ঐসব দোকানে টাকা দিয়ে ক্যারাম ও মোবাইলে নিষিদ্ধ অ্যাপ ব্যবহার করে জুয়া খেলা হয়। খোঁজ নিয়ে জানা গেছে, উপজেলার অধিকাংশ হাটবাজার এবং বিভিন্ন সড়কের গুরুত্বপূর্ণ মোড়ে মোড়ে গড়ে উঠেছে অসংখ্য চায়ের দোকান ওই সব চায়ের দোকানে ব্যাপক লোকসমাগম ঘটিয়ে বেচাকেনা বেশি করার লক্ষ্যে রাখা হয়েছে বিশাল বড় বড় রঙিন টেলিভিশন, প্রজেক্টর এবং ক্যারামবোর্ড।
ধনবাড়ীর ব্যবসায়ী হুমায়ুন কবীর মানিক, সোহলে রানা, আকরাম হোসেন সহ উপজেলার ছত্রপুর গ্রামের সোহেল রানা ও লিটন হোসেন বলেন, গভীর রাত পর্যন্ত খোলা থাকা চায়ের দোকানে রাখা ঐসব টেলিভিশনে অশ্লীল সিনেমা প্রদর্শনের পাশাপাশি কুরুচিপূর্ণ ভিডিও গান পরিবেশন করা হয় একশ্রেণির বেকার ভবঘুরে লোকজনের পাশাপাশি স্কুল-কলেজের ছাত্ররা বিকাল থেকে অনেক সময় রাত ১০ থেকে ১টা পর্যন্ত ঐসব দোকানে গিয়ে টেলিভিশন দেখার পাশাপাশি টাকা দিয়ে ক্যারাম খেলে এতে শিক্ষার্থীদের লেখাপড়া বিঘিœত হওয়াসহ তারা বিপতগামী হচ্ছে। সেই সঙ্গে উপজেলায় কিশোর গ্যাং বেড়ে গেছে। কিশোর গ্যাংয়ের বিষয়ে সম্প্রতি বির্ভিন্ন পত্রিকায় সংবাদ প্রকাশিত হওয়ার পরেও কিশোর গ্যাং ঠেকাতে প্রশাসনের কোন তৎপরতা দেখা যায়নি। তাছাড়া টাকা দিয়ে ক্যারাম ও সরকার নিষিদ্ধ ঘোষিত অ্যাপ দিয়ে জুয়া খেলাকে কেন্দ্র করে অনেক সময় আইনশৃঙ্খলার অবনতি ঘটে বলেও তারা জানান।
ধনবাড়ী থানার অফিসার (ওসি) ইনচার্জ নুরুস সালাম সিদ্দিক বলেন, খোঁজখবর নিয়ে শিগগিরই চায়ের দোকানে ক্যারাম খেলা এবং টেলিভিশনে সিনেমা দেখা বন্ধসহ ক্যারাম খেলা এবং কিশোর গ্যাং ঠেকাতে কার্যক্রর পদক্ষেপ নেয়া হবে।
অর্থ-বাণিজ্য: কাঁচামাল সংকটে দেশি পাটকল, রপ্তানি বন্ধ চান ব্যবসায়ীরা