image
সংগৃহীত

উলিপুরে ফসলি জমি থেকে মাটি কাটায় জরিমানা

প্রতিনিধি, উলিপুর (কুড়িগ্রাম)

কুড়িগ্রামের উলিপুরে ফসলি জমি থেকে অবৈধ ভাবে মাটি কাটায় এক ইট ভাটাকে লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। এ সময় একই অভিযোগে পৃথক অভিযানে দুই ব্যক্তিকে বিশ হাজার টাকা জরিমানা করেন ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) এসএম মেহেদী হাসান। ঘটনাটি ঘটেছে, গতকাল শনিবার বিকালে উপজেলার তবকপুর ইউনিয়নে।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, উপজেলার বিভিন্ন এলাকার ফসলি জমি থেকে অবাদে মাটি কাটা হচ্ছে। প্রায় সময় গোপন খবর পেয়ে সেখানে অভিযান চালান ভ্রাম্যমাণ আদালত। এরই অংশ হিসাবে তবকপুর ইউনিয়নের চাচিয়ার বাজার এলাকায় ফসলি জমি থেকে মাটি উত্তোলন করায় এসএফসি ব্রিকসকে ১ লাখ টাকা জরিমানা করা হয়। এ সময় পৃথক এক অভিযানে ওই ইউনিয়নের উমানন্দ কাচারিপাড়া এলাকায় ফসলি জমি থেকে মাটি কেটে বিক্রি করার সময় লিটন মিয়া ও রুবেল মিয়া নামের দুই ব্যক্তিকে স্থানীয় সরকার (ইউনিয়ন পরিষদ) আইন, ২০০৯ এর ৫ম তফসিলের ১১ নম্বর ধারা লঙ্ঘনে উক্ত আইনের ৮৯ ধারায় উভয় কে ২০ হাজার টাকা জরিমানা করা হয়।

সহকারী কমিশনার (ভূমি) এসএম মেহেদী হাসান ফসলি জমি থেকে অবৈধ ভাবে মাটি কাটার অপরাধে জরিমানা আদায় করার কথা স্বীকার করে বলেন, এই অভিযান অব্যাহত থাকবে।

‘সারাদেশ’ : আরও খবর

» পটুয়াখালীতে বাবার ‘অনৈতিক সম্পর্ক’ দেখে ফেলায় মেয়েকে হত্যা

সম্প্রতি