বাংলাদেশ মানবাধিকার কল্যাণ ট্রাস্টের উদ্যোগে কেশবপুরের শীতার্থ মানুষের মাঝে শতাধিক কম্বল বিতরণ করা হয়েছে। শনিবার দুপুরে কেশবপুর প্রেসক্লাব এ কম্বল বিতরণের আয়োজন করে। এ উপলক্ষে প্রেস ক্লাব হররুমে কেশবপুর প্রেস ক্লাবের সভাপতি আশরাফ-উজ-জামান খানের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ মানবাধিকার কল্যাণ ট্রাস্টের মহাসচিব মো. সাইফুল ইসলাম। বিশেষ অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ মানবাধিকার কল্যাণ ট্রাস্টের সাংগঠনিক সম্পাদক সুলতান আহম্মেদ।
উপস্থিত ছিলেন কেশবপুর প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল ফুয়াদ, সহসভাপতি মোল্যা আব্দুস সাত্তার, আব্দুল হাই সিদ্দিকী, শামসুর রহমান প্রমুখ।