image

দৌলতদিয়ায় অজ্ঞান পার্টির শিকার অজ্ঞাত ব্যক্তির মৃত্যু

প্রতিনিধি, গোয়ালন্দ (রাজবাড়ী)

কুষ্টিয়া থেকে রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া ঘাটগামী একটি লোকাল বাসে অজ্ঞান পার্টির খপ্পরে পড়ে অসুস্থ হয়ে এক অজ্ঞাত পরিচয় ব্যক্তির মৃত্যু হয়েছে।

পুলিশ সূত্রে জানা গেছে, গতকাল শনিবার সকালে আনুমানিক সাড়ে ৮টার দিকে ওই ব্যক্তি কুষ্টিয়ার চৌরহাস মোড় এলাকা থেকে একটি লোকাল বাসে দৌলতদিয়া ঘাটের উদ্দেশে রওনা দেন। পথিমধ্যে বাসের ভেতরে হঠাৎ করে তিনি গুরুতর অসুস্থ হয়ে পড়েন। বিষয়টি বুঝতে পেরে বাসের যাত্রীরা তাকে দুপুরে গোয়ালন্দ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।

হাসপাতালে নেয়ার পর কর্তব্যরত চিকিৎসক তাকে প্রাথমিক চিকিৎসা দেন। তবে অবস্থার অবনতি হলে সন্ধ্যার দিকে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। চিকিৎসকদের প্রাথমিক ধারণা, অজ্ঞান পার্টির কোনো চক্র চেতনানাশক প্রয়োগ করে তাকে অচেতন করে সর্বস্ব লুটে নিতে পারে।

থানা সূত্রে আরও জানা যায়, নিহত ব্যক্তির বয়স আনুমানিক ৪৫ বছর। তার শরীরে কোনো ধরনের পরিচয়পত্র পাওয়া যায়নি। লাশটি ময়নাতদন্তের প্রস্তুতি নেয়া হচ্ছে এবং পরিচয় শনাক্তে পুলিশ তদন্ত কার্যক্রম চালিয়ে যাচ্ছে।

এ বিষয়ে গোয়ালন্দ থানার পরিদর্শক (তদন্ত) মো. রাশিদুল ইসলাম বলেন, ঘটনাটি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে। এটি অজ্ঞান পার্টির কাজ কি না, তা খতিয়ে দেখা হচ্ছে। নিহত ব্যক্তির পরিচয় শনাক্তে কুষ্টিয়াসহ বিভিন্ন স্থানে যোগাযোগ করা হচ্ছে।

তিনি আরও জানান, মৃতদেহের পরিচয় সনাক্ত ও ক্রাইমসিন প্রস্তুতের জন্য পিবিআই ও সিআইডির ফরেনসিক ইউনিটকে অবহিত করা হয়েছে। এ ঘটনায় পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

‘সারাদেশ’ : আরও খবর

» পটুয়াখালীতে বাবার ‘অনৈতিক সম্পর্ক’ দেখে ফেলায় মেয়েকে হত্যা

সম্প্রতি