নোয়াখালীর বেগমগঞ্জে পরিত্যাক্ত স্থান থেকে একটি দেশীয় তৈরি এলজি উদ্ধার করেছে র্যাব-১১, সদস্যরা। শুক্রবার রাত সাড়ে নয়টার দিকে উপজেলার হাজীপুর এলাকা থেকে অস্ত্রটি উদ্ধার করা হয়। র্যাব-১১, সিনিয়র সহকারী পুলিশ সুপার সিপিসি-৩, কোম্পানি কমান্ডার মো. মুহিত কবীর সেনিয়াবাত গতকাল শনিবার বিষয়টি নিশ্চিত করে বলেন, অস্ত্র ও মাদক বিরোধী ধারাবাহিক অভিযান চলাকালে গোপন সংবাদ পেয়ে বেগমগঞ্জের চৌমুহনী পৌরসভার ৯ নং ওয়ার্ডের হাজীপুর গ্রামে অভিযান চালায় র্যাব সদস্যরা। এ সময় ওই এলাকার বাইপাস ব্রিজের দক্ষিণ পার্শ্বে পরিত্যাক্ত অবস্থায় নীল রঙের শপিং ব্যাগের ভেতরে রক্ষিত একটি দেশীয় এলজি উদ্ধার করতে সক্ষম হয়। উদ্ধারকৃত অস্ত্রটি পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য বেগমগঞ্জ মডেল থানায় হস্তান্তর করা হয়। র্যাব আরও জানায়, অস্ত্র ও মাদকবিরোধী ধারাবাহিক অভিযান অব্যাহত থাকবে।