image
কক্সবাজার : সেন্টমার্টিনসংলগ্ন সমুদ্র এলাকায় কোস্ট গার্ডের অভিযানে জব্দ সিমেন্টসহ আটক পাচারকারীরা -সংবাদ

সেন্টমার্টিনে দুই অভিযানে সিমেন্ট ও ডিজেলসহ ১৮ পাচারকারী আটক

রোববার, ০৪ জানুয়ারী ২০২৬
নিজস্ব বার্তা পরিবেশক, কক্সবাজার

সেন্টমার্টিন সংলগ্ন সমুদ্র এলাকায় কোস্ট গার্ডের পৃথক দুটি অভিযানে মায়ানমারে পাচারের সময় বিপুল পরিমাণ সিমেন্ট ও ডিজেল জব্দ করা হয়েছে। এ সময় বাংলাদেশি ও মায়ানমারের নাগরিকসহ মোট ১৮ জন পাচারকারীকে আটক করা হয়। কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক রোববার,(০৪ জানুয়ারী ২০২৬) রোববার বিষয়টি নিশ্চিত করেন।

তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে গত শুক্রবার রাত ১০টার দিকে কোস্ট গার্ড জাহাজ ‘অপূর্ব বাংলা’ সেন্টমার্টিন দ্বীপের দক্ষিণ-পশ্চিমসংলগ্ন সমুদ্র এলাকায় অভিযান চালায়। এ সময় একটি সন্দেহজনক ফিশিং বোট তল্লাশি করে শুল্ক ও কর ফাঁকি দিয়ে মায়ানমারে পাচারের উদ্দেশ্যে বহন করা প্রায় ৩ লাখ টাকা মূল্যের ৬০০ বস্তা সিমেন্ট জব্দ করা হয়। এ ঘটনায় ১১ জন বাংলাদেশি পাচারকারীকে আটক করা হয়।

অন্যদিকে, পরদিন রোববার (৪ জানুয়ারি) মধ্যরাত ২টার দিকে একই এলাকায় মায়ানমারের একটি ফিশিং বোট তল্লাশি করে প্রায় ১ লাখ ৮০ হাজার টাকা মূল্যের ১ হাজার ৫০০ লিটার ডিজেল জব্দ করা হয়। এ সময় ৭ জন মায়ানমারের নাগরিককে আটক করা হয়।

আটক ব্যক্তিদের টেকনাফ থানায় হস্তান্তর করা হয়েছে। জব্দকৃত মালামাল এবং পাচারে ব্যবহৃত দুটি বোটের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে বলে জানান কোস্ট গার্ডের এই কর্মকর্তা।

‘সারাদেশ’ : আরও খবর

সম্প্রতি