image

গুম-খুনের হুমকি দিচ্ছে ছেলের খুনিরা, আতঙ্কে পরিবার

রোববার, ০৪ জানুয়ারী ২০২৬
প্রতিনিধি, চাটখিল ও সোনাইমুড়ী (নোয়াখালী)

নোয়াখালীর চাটখিল পৌরসভার ৯ নং ওয়ার্ড আবদুল হাসেম ব্যাপারী বাড়ির জসিম উদ্দিনের স্ত্রীসহ তার পরিবারের সবাইকে গুম খুনের হুমকি দিচ্ছে তার ছেলের খুনিরা। এতে করে তারা আতঙ্কে দিনযাপন করছেন। গতকাল শনিবার সন্ধ্যায় জসিম উদ্দিনের স্ত্রী শাহিন সুরমা চাটখিল প্রেস ক্লাবে এসে উপস্থিত সাংবাদিকদের কাছে এ বিষয়ে বিস্তারিত বিবরণ জানান।

তিনি তার অভিযোগে বলেন, গত ২০১৫ সালের ৫ জুন তার ছেলে একরাম হোসেন স্মরণকে মাদক ব্যবসায় রাজি না হওয়ায় একই বাড়ির সাকায়েত উল্যার ছেলে মনিরুজ্জামান বাবুল, হুক্কা মিয়ার ছেলে মো. মিলন, সুন্দরপুর ছমর উদ্দিন তফাদার বাড়ির রফিকুল ইসলামের ছেলে মো. সজিব, ইব্রাহিম মাস্টারের ছেলে হুক্কা মিয়া ও সোনাইমুড়ী নদনার ইসমাইলের ছেলে তোফায়েলসহ ১৫ জন মিলে তার ছেলেকে মারধর করে হত্যা করে। সেই সময় তিনি আদালতে একটি মামলা দায়ের করেছেন বলে তিনি জানান। এ ব্যাপারে আদালতে মামলা চলমান রয়েছে। মামলার আসামিদের মধ্যে মনিরুজ্জামান বাবুলসহ অন্য আসামিরা জসিম উদ্দিনের পরিবারকে গুম-খুনের হুমকি দিয়ে যাচ্ছে। এতে করে তারা আতঙ্কে দিন কাটাচ্ছে।

এই ব্যাপারে তিনি তার পরিবারের নিরাপত্তার জন্য সাংবাদিকদের মাধ্যমে সংশ্লিষ্ট প্রশাসনের সহযোগিতা কামনা করেছেন।

‘সারাদেশ’ : আরও খবর

সম্প্রতি