হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলায় পুকুরের পানিতে ডুবে তাকরিম (৩) নামে এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। গতকাল শনিবার সকাল সাড়ে ১০টার দিকে নবীগঞ্জ উপজেলার করগাঁও ইউনিয়নের শেরপুর গ্রামে এ দুর্ঘটনা ঘটে। নিহত তাকরিম ওই গ্রামের শহিদুল ইসলামের পুত্র।
স্থানীয় সূত্র জানায়, পরিবারের সদস্যদের অগোচরে বাড়ির পাশে খেলতে গিয়ে শিশুটি পুকুরে পড়ে যায়। এ সময় পরিবারের লোকজন অন্যান্য কাজে ব্যস্ত ছিলেন। কিছুক্ষণ পর তাকরিমকে ঘরে না পেয়ে স্বজনরা খোঁজাখুঁজি শুরু করেন। একপর্যায়ে বাড়ির পাশের পুকুর থেকে শিশুটির নিথর দেহ উদ্ধার করা হয়।
পরে দ্রুত তাকে নবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক শিশুটিকে মৃত ঘোষণা করেন।
খবর পেয়ে নবীগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) শাহরিয়ার আহমেদ হাসপাতালে উপস্থিত হয়ে লাশের সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করেন এবং মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন।
সারাদেশ: নাটোরে নারীর গলা কাটা মরদেহ উদ্ধার