image

সুবর্ণচরে কম্বল নিয়ে দরিদ্রদের মধ্যে ছুটে যাচ্ছেন ইউএনও

রোববার, ০৪ জানুয়ারী ২০২৬
প্রতিনিধি, সুবর্ণচর (নোয়াখালী)

সুবর্ণচরে জেঁকে বসেছে শীত। হিমেল হাওয়া ও ঘন কুয়াশায় শীতের তীব্রতা বেড়েছে প্রচুর দক্ষিণের এ উপজেলায়। শীতের কারণে মানুষ ঘর থেকে বাইরে কম আসতে দেখা গেছে। কমেছে নিম্ন আয়ের মানুষের দৈনিক আয়।

বিশেষ করে ছিন্নমূল ও খেটে খাওয়া মানুষের দুর্ভোগ বেড়ে গেছে। বেশি বিপাকে পড়েছে শিশু, বয়স্ক ও নিম্ন আয়ের মানুষ গুলো। হাড় কাঁপানো কনকনে এমন শীতে বাহিরে কাজে যেতে পারছেনা কর্মজীবী মানুষ। সুবর্ণচরে গত ৫/৬ দিন ধরে শীতের তীব্রতায় অনেক শ্রমজীবীকে অলস সময় পার করতে দেখা গেছে।

ঠিক এমন সময়ে সুবর্ণচরের বিভিন্ন স্থানে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) আকিব ওসমান সহায়তার হাত বাড়িয়ে দিয়ে নিজেই ছুটে যাচ্ছেন কম্বল নিয়ে দরিদ্রদের মাঝে ।

দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের শীতবস্ত্র বিতরণ কার্যক্রমের অংশ হিসেবে প্রশাসনের এই কর্মকর্তা রাতের আঁধার, গ্রামীণ কাঁচা রাস্তা আর দুর্গম চর পেরিয়ে ঘরে ঘরে পৌঁছে দিতে দেখা গেছে কম্বল।

গরিব, দুস্থ ও শীতকাতর মানুষের হাতে কম্বল তুলে দিয়ে তিনি শুধু শীত নিবারণই নয়, মানুষের মনে হাসি ফুটিয়ে তুলতে চেষ্টা করে যাচ্ছেন।

সুবর্ণচর উপজেলা প্রশাসনের সার্বিক সহায়তায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রোগী ও তাদের স্বজনদের মাঝেও কম্বল বিতরণ করা হয়।

‘সারাদেশ’ : আরও খবর

সম্প্রতি