জামালপুরের ৩টি আসনে মোট ২৪ জন প্রার্থীর মধ্যে ১২ জনের মনোনয়নপত্র বাতিল বা অবৈধ ঘোষণা করা হয়েছে। জানা যায়, গত রোববার দুপুরে জামালপুর-০১ আসন একেএম ফজলুল হক (জাতীয় পার্টি), জামালপুর-০২ আসন এই আসনে মোট ৬ জনের মনোনয়নপত্র অবৈধ হয়েছে-
মোস্তফা আল মাহমুদ (জাতীয় পার্টি) আনোয়ার হোসেন (জাতীয় পার্টি) শওকত হাসান মিয়া (স্বতন্ত্র), শরিফুল ইসলাম খান (স্বতন্ত্র) অর্ণব ওয়ারেছ খান (স্বতন্ত্র) মীর শরিফ হোসেন লেলিন (স্বতন্ত্র)।
জামালপুর-৩ আসন ৫ জনের মনোনয়নপত্র অবৈধ হয়েছে মুজিবুর রহমান আজাদী, বাংলাদেশ জামায়াতে ইসলামী, শিবলুল বারী রাজু (স্বতন্ত্র), এসএম শাহীনুর রহমান (স্বতন্ত্র), সাদিকুর রহমান, (স্বতন্ত্র) ও ফারজানা ফরিদ স্বতন্ত্র প্রার্থী।
এ ছাড়া জাতীয় পার্টির ৩ জন, জামায়াতে ইসলামীর ১ জন এবং ৮ জন স্বতন্ত্র প্রার্থীর মনোনয়নপত্র বাতিল হয়েছে।
মনোনয়নপত্র বাতিলের সাধারণ কারণগুলোর মধ্যে সাধারণত হলফনামায় তথ্যের ভুল, স্বাক্ষর অমিল বা প্রয়োজনীয় নথি জমা না দেয়া অন্তর্ভুক্ত থাকে বলে জানা গেছে।
সারাদেশ: নাটোরে নারীর গলা কাটা মরদেহ উদ্ধার