image
সংগৃহীত

জামালপুর ৩টি আসনে ১২ জনের মনোনয়নপত্র বাতিল

রোববার, ০৪ জানুয়ারী ২০২৬
প্রতিনিধি, মাদারগঞ্জ (জামালপুর)

জামালপুরের ৩টি আসনে মোট ২৪ জন প্রার্থীর মধ্যে ১২ জনের মনোনয়নপত্র বাতিল বা অবৈধ ঘোষণা করা হয়েছে। জানা যায়, গত রোববার দুপুরে জামালপুর-০১ আসন একেএম ফজলুল হক (জাতীয় পার্টি), জামালপুর-০২ আসন এই আসনে মোট ৬ জনের মনোনয়নপত্র অবৈধ হয়েছে-

মোস্তফা আল মাহমুদ (জাতীয় পার্টি) আনোয়ার হোসেন (জাতীয় পার্টি) শওকত হাসান মিয়া (স্বতন্ত্র), শরিফুল ইসলাম খান (স্বতন্ত্র) অর্ণব ওয়ারেছ খান (স্বতন্ত্র) মীর শরিফ হোসেন লেলিন (স্বতন্ত্র)।

জামালপুর-৩ আসন ৫ জনের মনোনয়নপত্র অবৈধ হয়েছে মুজিবুর রহমান আজাদী, বাংলাদেশ জামায়াতে ইসলামী, শিবলুল বারী রাজু (স্বতন্ত্র), এসএম শাহীনুর রহমান (স্বতন্ত্র), সাদিকুর রহমান, (স্বতন্ত্র) ও ফারজানা ফরিদ স্বতন্ত্র প্রার্থী।

এ ছাড়া জাতীয় পার্টির ৩ জন, জামায়াতে ইসলামীর ১ জন এবং ৮ জন স্বতন্ত্র প্রার্থীর মনোনয়নপত্র বাতিল হয়েছে।

মনোনয়নপত্র বাতিলের সাধারণ কারণগুলোর মধ্যে সাধারণত হলফনামায় তথ্যের ভুল, স্বাক্ষর অমিল বা প্রয়োজনীয় নথি জমা না দেয়া অন্তর্ভুক্ত থাকে বলে জানা গেছে।

‘সারাদেশ’ : আরও খবর

সম্প্রতি