image
ছবি: ইন্টারনেট থেকে সংগৃহীত

চৌমুহনীতে হাসপাতালে হামলাকারীদের গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন

সোমবার, ০৫ জানুয়ারী ২০২৬
প্রতিনিধি, বেগমগঞ্জ (নোয়াখালী)

নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার বাণিজ্যিক কেন্দ্র চৌমুহনীতে হাসপাতালে হামলার প্রতিবাদে এবং এ ঘটনার সঙ্গে জড়িত আসামিদের গ্রেপ্তারের দাবিতে চৌমুহনী শহরে এক মানববন্ধন ও বিক্ষোভ অনুষ্ঠিত হয়েছে। গতকাল রোববার সকাল ১১টায় চৌমুহনী পাবলিক হল চত্ত্বরে বাংলাদেশ প্রাইভেট ক্লিনিক অ্যান্ড ডায়োগনস্টিক অ্যান্ড ওনার্স অ্যাসোসিয়েশান বেগমগঞ্জ উপজেলা শাখার উদ্যোগে এ মানবন্ধন ও বিক্ষোভ অনুষ্ঠিত হয়। ঘণ্টাব্যাপী মানববন্ধনে জেলার ১৬টি বেসরকারি হাসপাতালের ডাক্তার, নার্স ও কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন। বাংলাদেশ প্রাইভেট ক্লিনিক অ্যান্ড ডায়োগনস্টিক অ্যান্ড ওনার্স অ্যাসোসিয়েশানের সাবেক জেলা সভাপতি ডা. মো. আবু নাছের ও বেগমগঞ্জ উপজেলা শাখার বর্তমান সাধারণ সম্পাদক ডা. মো. আবু তাহের অনুষ্ঠিত মানববন্ধনে তাদের বক্তব্যে অভিযোগ করে জানান, গত ২৯ ডিসেম্বর সোমবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে চৌমুহনী পৌরসভার কিসমত করিমপুর এলাকায় অবস্থিত রাবেয়া (প্রা.) হাসপাতালে একদল সন্ত্রাসী লাঠিসোটা ও দেশীয় অস্ত্র নিয়ে অতর্কিত হামলা চালায়। এতে কর্মকর্তাকর্মচারীসহ কয়েকজনকে জিম্মি করে ভাঙচুর, লুটপাট করে। এতে ওই হাসপাতালের ২৫ লাখ টাকার ক্ষয়-ক্ষতি হয়। এ সময় হাসপাতালে রোগীরা ও অফিসের লোকজন আতঙ্কিত হয়ে পড়ে। হামলায় আহত হয়েছেন কর্মচারী রতন দেবনাথ (৬০), তোফাজ্জল হোসেন (৪০) ও আয়া শাহীনুর আক্তার (৪৫)। তাদের হাসপাতালে ভর্তি করে বর্তমানে চিকিৎসা দেওয়া হচ্ছে। এ ব্যাপারে বেগমগঞ্জ মডেল থানায় তোফাজ্জল হোসেন ফারুকসহ ৫ জন এর নাম উল্লেখ করে একটি মামলা দায়ের করা হলেও পুলিশ এখনও কোনো আসামিকে গ্রেপ্তার করতে পারেনি।

ডা. মো. আবু নাছের তার বক্তব্যে আরো বলেন কিছুদিন ধরে চৌমুহনীসহ বিভিন্ন স্থানে দুষ্কৃতিকারীরা কয়েকটি হাসপাতালে হামলা চালিয়ে বহু ক্ষয়ক্ষতি করেছে। এতে হাসপাতাল কর্তৃপক্ষও সাধারণ রোগীরা বর্তমানে আতঙ্কে রয়েছে।

‘সারাদেশ’ : আরও খবর

» ঝিনাইদহে নারীকে ধর্ষণ, গাছে বেঁধে চুল কেটে নির্যাতনের অভিযোগ, গ্রেপ্তার ১

» সীতাকুণ্ডে জাহাজভাঙা কারখানায় দুই শ্রমিকের মরদেহ উদ্ধার

সম্প্রতি