image
ছবি: ইন্টারনেট থেকে সংগৃহীত

সরোদ সন্ধ্যা সুরের মূর্ছনায় মুগ্ধ দর্শক শ্রোতা

সোমবার, ০৫ জানুয়ারী ২০২৬
প্রতিনিধি, পটুয়াখালী

উপমহাদেশের শাস্ত্রীয় সংগীতের ঐতিহ্যকে ধারণ পূর্বক জেলা পর্যায়ে সরোদ বাদন পরিচিত করণের লক্ষে প্রতিথযশা যন্ত্রী ওস্তাদ মো. ইউসুফ আলী খান পরিবেশনায় জেলা প্রশাসন পটুয়াখালী এর আয়োজনে এক মনোমুগ্ধকর সরোদ সন্ধ্যা অনুষ্ঠিত হয়েছে পটুয়াখালী শিল্পকলা একাডেমি মিলনায়তনে। অনুষ্ঠানে শিল্পীর সরোদ সুরের মূর্ছনায় উপস্থিত অতিথি দর্শক শ্রোতাদের মুগ্ধ ও বিমোহিত করেছে।

জেলা প্রশাসক ড. মো. শহীদ হোসেন চৌধুরীর সভাপতিত্বে এ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপচার্য অধ্যাপক ড. কাজী রফিকুল ইসলাম। অনুষ্ঠানে অন্যদের মাঝে উপস্থিত ছিলেন, সিভিল সার্জন ডাক্তার মো. খালিদুর রহমান মিয়া, অতিরিক্ত জেলা মেজিস্ট্রেট (এডিএম) মোহাম্মদ তারেক হাওলাদার, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. মাসুদ উল আলম, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মহসিন উদ্দিন। অনুষ্ঠানে ওস্তাদ মো. ইউসুফ আলী খান তার খুদে শিষ্য আহমেদ লাহাম মুনতাকাকে নিয়ে সরোদের বিভিন্ন তাল, লয়, অসাধারণ রাগ প্রয়োগের নৈপুন্য, সৃজনশীল পরিবেশনার মধ্যে দিয়ে শ্রোতা-দর্শকদের অনুষ্ঠান সমাপ্তি পর্যন্ত বিমোহিত করে রাখেন। এ অনুষ্ঠানে স্থানীয় সংগীত, যন্ত্র ও নৃত্য শিল্পী এবং দর্শক শ্রোতারা উপস্থিত থেকে সরোদ সুরের মূর্ছনা মুগ্ধ হয়ে পড়েন।

‘সারাদেশ’ : আরও খবর

» ঝিনাইদহে নারীকে ধর্ষণ, গাছে বেঁধে চুল কেটে নির্যাতনের অভিযোগ, গ্রেপ্তার ১

» সীতাকুণ্ডে জাহাজভাঙা কারখানায় দুই শ্রমিকের মরদেহ উদ্ধার

সম্প্রতি