image
মুক্তাগাছা (ময়মনসিংহ) : সহিত্য আড্ডায় অতিথিরা -সংবাদ

মুক্তাগাছায় সাহিত্য আড্ডা হিমছোঁয়া পান্ড লিপি

সোমবার, ০৫ জানুয়ারী ২০২৬
প্রতিনিধি, মুক্তাগাছা (ময়মনসিংহ)

সময় এক বহমান স্রোত , যা সবকিছুকে ছাপিয়ে অনাগত ভবিষ্যতের দিকে ধাবিত হয়। কিন্তু সেই মহাকালের দীর্ঘ যাত্রায় যা কিছু টিকে থাকে তা হচ্ছে মানুষের সৃজনশীলতা। সময় যখন স্থবির হয়ে আসে, যখন যান্ত্রিকতার হিমলীতল পরশ আমাদের চারপাশকে আচ্ছন্ন করে ফেলে ঠিক তখনই সাহিত্যের এক একটি শব্দ আগুনের উষ্ণতার মতো আমাদের হৃদয়ে সজীবতা ফিরিয়ে আনে।

ময়মনসিংহের মুক্তাগাছায় আয়োজিত এক সাহিত্য আড্ডায় এমন আলোচনায় মশগুল হন কবি-সাহিত্যিকরা। গত শনিবার মুক্তাগাছা সাহিত্য সংসদ মহাকালের গল্পে উষ্ণতার পরশ স্লোগান নিয়ে হিমছোঁয়া পান্ডলিপি শিরোনামে এই সাহিত্য আড্ডার আয়োজন করে। মধ্য পৌষের কুয়াশামাখা দিনে মধুরপুর শালবনের ভেতর ছালোড়া নামক স্থানে আয়োজিত এই সাহিত্য আড্ডায় দিনব্যাপী গান, কবিতা, আলোচনায় মেতে উঠেন কবি-সাহিত্যকরা। মুক্তাগাছা সাহিত্য সংসদের সভাপতি কবি সুরঞ্জিত বাড়ইয়ের সভাপতিত্বে ব্যতিক্রমী এই আড্ডা আলোচনায় প্রধান অতিথি ছিলেন তারুণ্যের বাংলাদেশের চেয়ারম্যান আলামিন সুজন। সাহিত্য সংসদের সাধারণ সম্পাদক কবি সৌহার্য্য ওসমানের সঞ্চালনায় অনুষ্ঠানের উদ্বোধক ছিলেন মুক্তাগাছা উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক মতিউর রহমান খোকন। প্রধান আলোচক ছিলেন, শূন্য দশকের অন্যতম কবি কাজী নাসির মামুন। বিশেষ আলোচক ও অন্যদের মধ্যে আলোচনায় অংশ নেন, কবি মাহবুবুল আলম রতন, বাচিক শিল্পি ও নাট্যকার মিহির হারুন, কবি দীপংকর মারডুক, প্রাবন্ধিক এম ইদ্রিছ আলী, শিক্ষাবিদ হাবিবুর রহমান হিরা, কবি সফিক সিদ্দিকী, কবি আল আমিন মন্ডল, কবি রোকন শাহরিয়ার সোহাগ, ফোকলোরবিদ মাসুদ পারভেজ, কবি ও সম্পাদক সেলিম সাইফুল, কবি শাহিদ লোটাস, হাসান মাসুদ, মুজিব রাহমান, আব্দুস সালাম, রিপন সারওয়ার, তাজুল ইসলাম, ফেরদৌস তাজ, রাশিদুল আলম শিমুল, মীর সবুর, তারিকুল ইসলাম ছোটন প্রমুখ।

আড্ডায় কবিতা পাঠের পাশাপাশি গান, একক অভিনয়, আলোচনাসহ নানা ইভেন্ট অনুষ্ঠিত হয়।

‘সারাদেশ’ : আরও খবর

» ঝিনাইদহে নারীকে ধর্ষণ, গাছে বেঁধে চুল কেটে নির্যাতনের অভিযোগ, গ্রেপ্তার ১

» সীতাকুণ্ডে জাহাজভাঙা কারখানায় দুই শ্রমিকের মরদেহ উদ্ধার

সম্প্রতি