হবিগঞ্জের মাধবপুর উপজেলার বহরা ইউনিয়নের এমপিওভুক্ত তালিবপুর আহসানিয়া মিশন উচ্চ বিদ্যালয়ে টানা ৮ মাস ধরে বেতন-ভাতা বন্ধ থাকায় চরম মানবেতর জীবনযাপন করছেন প্রতিষ্ঠানের ১৭ জন শিক্ষক ও কর্মচারী। এর মধ্যে ১১ জন শিক্ষক এবং ৬ জন কর্মচারী রয়েছেন।
দীর্ঘদিন বেতন না পাওয়ায় অনেক শিক্ষক-কর্মচারীর পরিবার আজ দারিদ্র্য ও আর্থিক সংকটে দিন কাটাচ্ছে। কেউ কেউ সংসার চালাতে ঋণগ্রস্ত হয়ে পড়েছেন, আবার অনেকে মৌলিক চাহিদা পূরণ করতেও হিমশিম খাচ্ছেন। ভুক্তভোগীদের অভিযোগ, প্রতিষ্ঠানের আর্থিক লুটপাট ও চরম অব্যবস্থাপনাই এই সংকটের মূল কারণ। যথাযথ তদারকি ও জবাবদিহিতার অভাবে একটি শিক্ষা প্রতিষ্ঠান আজ কার্যত স্থবির হয়ে পড়েছে। বিদ্যালয়টির বিরুদ্ধে দীর্ঘদিন ধরেই আর্থিক অনিয়ম ও নিয়ম বহির্ভূত কর্মকাণ্ডের অভিযোগ রয়েছে। এ বিষয়ে বিদ্যালয়ের সভাপতি ও মাধবপুরের ইউএনও জাহিদ বিন কাসেমের সঙ্গে যোগাযোগের জন্য একাধিকবার ফোন কল ও মেসেজ পাঠানো হলেও তিনি তা রিসিভ করেননি।