রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার উজানচর ইউনিয়ন এলাকায় জোরপূর্বক জমি বিক্রয় করার অভিযোগ করেছেন ভুক্তভোগীরা।
উজান চর ইউনিয়নের হারেজ খার পাড়ায় অভিযোগ করে ভুক্তভোগীরা। তিনি অভিযোগ করেন তার পিতা নবু খা ১৫/১৯৪৮ নং দেওয়ানি বাটোয়ারা মোকদ্দমায় ফাইনাল ডিক্রিপ্রাপ্ত হয়ে ২২১০ ও ২২১৩ দাগের ৮৩ শতাংশসহ মোট ৪.০০ একর জমি আদালত কর্তৃক নিযুক্ত কমিশনার এসে সরজমিনে পরিমাপ করে বুঝে দেয়। কিন্তু পরবর্তী সময়ে আনোয়ারা বিবি গং ফরিদপুর কোর্টে মামলা করলেও কোর্ট আগের রায় বহাল রাখেন।
এমতাবস্থায় বিএস রেকর্ডে মালিক প্রাপ্ত হয়ে আছান শেখ ও নেহাজ উদ্দিন শেখ জমি বিক্রি করে দেন। হোসাইন ডিউরেবল পাইপ লিমিটেড এর কাছে। তবে নেহাজ উদ্দিন শেখ দাবি করেন এই জমির এসএ এবং বিএস রেকর্ডের মালিক তারা তাছাড়া শত বছর পুরনো দলিল রয়েছে তাদের। দখল ও মিউটেশন তাদের নামে রয়েছে।
হোসাইন ডিউরেবল পাইপ লিমিটেড এর প্রশাসনিক কর্মকর্তা সুলতান মোল্লা সাংবাদিকদের বলেন, আমরা জমির দলিল, মিউটেশন এবং দখল দেখে ক্রয় করেছি। জমির কাগজ পাতি ভূমি অফিস থেকে ক্লিন পাওয়ার পর টাকা দিয়ে জমি কিনেছি। অভিযোগকারী যদি জমি কাগজে পায় তাহলে নেবে।