image
ছবি: ইন্টারনেট থেকে সংগৃহীত

সাভারে গ্যাস সিলিন্ডারের দাম নিয়ন্ত্রণে ভোক্তা অধিকারের অভিযান

প্রতিনিধি, সাভার (ঢাকা)

সাভারে গ্যাস সিলিন্ডারের দাম নিয়ন্ত্রণে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর অভিযান পরিচালনা করেছে। এ সময় একটি গ্যাস সিলিন্ডারের ডিপো ও একটি খুচরা দোকানিকে ৫৪ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

গতকাল রোববার বিকালে সাভারের তেঁতুলঝড়া ইউনিয়নের হেমায়েতপুর এলাকার বাগবাড়ি মোড় মহল্লায় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের ঢাকা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মুহাম্মদ হাসানুজ্জামানের নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়।

এ সময় ভোক্তা অধিকারের অভিযানে সাভারের তেঁতুলঝড়া ইউনিয়নরে হেমায়েতপুর এলাকার বাগবাড়ি মোড় মহল্লার গ্রিন টাউন এলপি গ্যাস নামে একটি ডিপোতে বিক্রয়কৃত চালানে গ্যাসের মূল্য না থাকায় ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। এ ছাড়া ভাই ভাই বাদ্রাস নামে একটি গ্যাস সিলিন্ডারের খুচরা বিক্রেতাকে ক্রয় ও বিক্রয় চালান না থাকায় এবং অতিরিক্ত দামে বিক্রির অভিযোগে চার হাজার টাকা জরিমানা করা হয়েছে।

অভিযান শেষে ভোক্তা অধিকারের সংরক্ষণ অধিদপ্তরের ঢাকা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মুহাম্মদ হাসানুজ্জামান বলেন, অতিরিক্ত দামে গ্যাস সিলিন্ডার বিক্রি, ক্রয় এবং বিক্রয় চালানে মূল্য না থাকায় দুই প্রতিষ্ঠানকে ৫৪ হাজার টাকা জরিমানা করা হয়েছে। এছাড়া তাদের সর্তক করে দেওয়া হয়েছে। এ অভিযান অব্যাহত থাকবে বলে জানান ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের এ কর্মকর্তা। এ সময় অভিযানে সাভার মডেল থানা পুলিশ উপস্থিত ছিলেন।

‘সারাদেশ’ : আরও খবর

» পটুয়াখালীতে বাবার ‘অনৈতিক সম্পর্ক’ দেখে ফেলায় মেয়েকে হত্যা

সম্প্রতি