image
ছবি: ইন্টারনেট থেকে সংগৃহীত

মহেশপুরে ঘাস পোড়া ওষুধ পানে যুবকের মৃত্যু

প্রতিনিধি, মহেশপুর (ঝিনাইদহ)

ঝিনাইদহের মহেশপুর উপজেলায় ঘাস পোড়া বিষপান করে সাদিকুল ইসলাম (৩০) নামের এক যুবকের মৃত্যু হয়েছে। সোমবার, ০৫ জানুয়ারী ২০২৬ ভোররাতে উপজেলার সূর্যদিয়া বগাপাড়া গ্রামে এ হৃদয়বিদারক ঘটনা ঘটে। নিহত সাদিকুল ইসলাম ওই গ্রামের মশিয়ার রহমানের ছেলে। পরিবার ও স্বজনদের বরাতে জানা গেছে, প্রতিদিনের মতো রাতের খাবার খেয়ে পরিবারের সবাই ঘুমিয়ে পড়েন। রাত আনুমানিক ৩টার দিকে সাদিকুল ইসলাম নিজ ঘরে বিষপান করেন বলে ধারণা করা হচ্ছে। পরে বিষয়টি টের পেয়ে স্বজনেরা দ্রুত তাকে উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বুধবার সকাল ৮টার দিকে তার মৃত্যু হয়।

নিহতের পরিবারের সদস্যরা জানান, ঘটনার আগে সাদিকুল ইসলাম গ্রামের একটি দোকান থেকে ঘাস মারার বিষ কিনেছিলেন। তবে কী কারণে তিনি বিষপান করেছেন, সে বিষয়ে এখনও নিশ্চিত কোনো তথ্য পাওয়া যায়নি।

এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। নিহতের পরিবার ও স্বজনরা গভীর শোকে ভেঙে পড়েছেন।

মহেশপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেহেদী হাসান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পাঠানো হয়েছে। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে এবং প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।

‘সারাদেশ’ : আরও খবর

» পটুয়াখালীতে বাবার ‘অনৈতিক সম্পর্ক’ দেখে ফেলায় মেয়েকে হত্যা

সম্প্রতি