নোয়াখালীর সেনবাগ উপজেলায় অবৈধভাবে পরিচালিত দুটি ইটভাটায় ভ্রাম্যমাণ আদালত অভিযান চালিয়ে ৫ লাখ টাকা জরিমানা আদায় করেছে। এ সময় একটি ইটভাটার চিমনি ও অপর ভাটার স্থাপনা ভেঙে দেয়া হয় এবং ফসলি জমির টপসয়েল কাটার দায়ে একটি ভ্যাকু মেশিন জব্দ করা হয় ৪ জানুয়ারি রোববার বিকালে দিকে সেনবাগ উপজেলার ৮ নম্বর বীজবাগ ইউনিয়নের ফকিরহাট সংলগ্ন বাকের কোম্পানির মালিকানাধীন ইমারত ব্রিকফিল্ডে ও নতুন বাজার সংলগ্ন ফাতেমা ব্রিকফিল্ডে এ অভিযান পরিচালনা করা হয়। সেনবাগ উপজেলা নির্বাহী কর্মকর্তা ও ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট মুহসিয়া তাবাসসুমের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়।
অভিযানে প্রয়োজনীয় কাগজপত্র না থাকায় ইটভাটাটি এক্সকাভেটর মেশিন দিয়ে ভেঙে দেয়া হয়। পাশাপাশি ফায়ার সার্ভিসের মাধ্যমে পানি ছিটিয়ে ভাটার আগুন নিভিয়ে দেয়া হয় এবং প্রস্তুত করা কাঁচা ইট ধ্বংস করা হয়। এ সময় ভাটার মালিকের কাছ থেকে ৫ লাখ টাকা জরিমানা আদায় করা হয়। অপরদিকে একই দিন দুপুর ১২টার দিকে বীজবাগ ইউনিয়নের নতুন বাজার সংলগ্ন ফাতেমা ব্রিকফিল্ডে অভিযান চালিয়ে ইটভাটাটির চিমনি ভেঙে দিয়ে কার্যক্রম বন্ধ করে দেয়া হয়। এর আগে একই ইটভাটায় ভ্রাম্যমাণ আদালত অভিযান চালিয়ে ভাটাটি আংশিক ভেঙে দেয়া হয়েছিল এবং ৩ লাখ টাকা জরিমানা করা হয়। সরকারি নির্দেশনা অমান্য করে পুনরায় কার্যক্রম পরিচালনা করায় দ্বিতীয় দফা অভিযানে চিমনি ভেঙে দেয়া হয়। এ ঘটনায় ভাটার মালিকের বিরুদ্ধে মামলা দায়েরের প্রস্তুতি নেয়া হচ্ছে বলে জানা গেছে। অভিযানকালে উপস্থিত ছিলেন জেলা পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক নুর হাসান সজীব, পরিবেশ পরিদর্শক মো. মিলন হোসেন, সেনবাগ সেনা ক্যাম্পের সেনাসদস্য, সেনবাগ থানা পুলিশ ও সেনবাগ ফায়ার সার্ভিসের দমকল কর্মীরা।