কৃষি জমির মাটি উত্তোলনের অপরাধে মাটি ব্যবস্থাপনা আইনে মোবাইল কোর্ট পরিচালনা করেন, উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট। ক্ষমতাপ্রাপ্ত ভ্রাম্যমাণ আদালতে ম্যাজিস্ট্রেট মোনাববর হোসেন জানান, ৪জানুয়ারী গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার আলমপুর ইউনিয়নে ব্যক্তি মালিকানাধীন উর্বর কৃষি জমি থেকে মাটি উত্তোলন করার অপরাধে এস এম আকিল আকতার (৪৫), পিতা: খলিল মাস্টার, নেয়ামতপুর মুন্সিপাড়া, সৈয়দপুর, নীলফামারী ও মো. মোখলেছুর রহমান বাবু (৪৮), পিতা- মৃত মহফেল উদ্দিন, বগুলাগাড়ী, রাজারহাট, জলঢাকা, নীলফামারীকে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০ এর সংশ্লিষ্ট ধারায় ৫০,০০০/- টাকা করে মোট ১,০০,০০০/- টাকা অর্থদন্ড আরোপ করে আদায় করা হয়েছে।