মানিকগঞ্জে দুটি গাড়ির মুখোমুখি সংঘর্ষে রিপন হোসেন (২০) নামে এক কলেজ শিক্ষার্থী নিহত হয়েছেন। দুর্ঘটনায় ঢাকা থেকে আরিচাগামী গাড়ির চালক শাহীন গুরুতর আহত হয়ে মানিকগঞ্জ সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
রোববার (৪ জানুয়ারি) রাত ১১টার দিকে ঢাকা–আরিচা মহাসড়কের জাগীর সেতুর ওপর এ দুর্ঘটনা ঘটেছে বলে জানিয়েছেন গোলড়া হাইওয়ে থানার ওসি দেওয়ান কউসিক আহম্মেদ।
নিহত রিপন হোসেন সাটুরিয়া সদর ইউনিয়নের পাড়াগ্রাম এলাকার প্রবাসী মোশারফ হোসেনের ছেলে ও দড়গ্রাম সরকারি ভিকু মেমোরিয়াল কলেজের দ্বাদশ শ্রেণির ছাত্র।উপর গাড়ির চালক আহত শাহীন সাভার উপজেলার হেমায়েতপুর এলাকার জয়নাবাড়ীর বাসিন্দা আলাউদ্দিনের ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, রাতের খাবার শেষে রিপন হোসেন মানিকগঞ্জ বাসস্ট্যান্ডসংলগ্ন রাজ হোটেলর সামনে থেকে একটি প্রাইভেটকারে করে বাড়ির উদ্দেশে রওনা দেন। তার গাড়ি জাগীর সেতুতে পৌঁছালে ঢাকা থেকে আরিচাগামী একটি গাড়ির সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে তিনি গুরুতর আহত হন।
পরে স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করে মানিকগঞ্জ সদর হাসপাতালে নিয়ে গেলে সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
গোলড়া হাইওয়ে থানার ওসি দেওয়ান কউসিক আহম্মেদ বলেন, এ বিষয়ে আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে। তদন্ত শেষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানান তিনি।