image
ছবিঃ সংগৃহীত

ট্যাপেন্টাডল ট্যাবলেট জব্দ

প্রতিনিধি, সাপাহার (নওগাঁ)

নওগাঁ জেলার পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলামের সার্বিক দিকনির্দেশনায় এবং সহকারী পুলিশ সুপার সাপাহার সার্কেল এর তত্ত্বাবধানে সাপাহার থানা পুলিশ একটি বড় ধরনের মাদকবিরোধী অভিযান পরিচালনা করেছে। গতকাল রোববার বেলা ১১টা ৫০ মিনিটে সাপাহার থানার পাতাড়ী ইউনিয়নের সুটকিডাঙা এলাকার জনৈক জাকারিয়া হোসেনের আমবাগানে এই অভিযান পরিচালিত হয়। সাপাহার থানার অফিসার ইনচার্জের নেতৃত্বে পরিচালিত অভিযানে পুলিশ ৩৮০০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করতে সক্ষম হয়। পুলিশের উপস্থিতি টের পেয়ে ঘটনাস্থলে অবস্থানরত দুজন অজ্ঞাতা মাদক কারবারি উদ্ধারকৃত মাদকদ্রব্য ঘটনাস্থলেই ফেলে রেখে দ্রুত পালিয়ে যায়। উদ্ধারকৃত মাদকদ্রব্য জব্দ করা হয়েছে এবং এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।

এ প্রসঙ্গে পুলিশ সুপার জানান, পলাতক আসামিদের গ্রেপ্তারে সাপাহার থানা পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। একই সঙ্গে জেলার সর্বত্র মাদকবিরোধী কার্যক্রম আরও জোরদার করা হবে বলে তিনি দৃঢ প্রত্যয় ব্যক্ত করেন।

‘সারাদেশ’ : আরও খবর

» পটুয়াখালীতে বাবার ‘অনৈতিক সম্পর্ক’ দেখে ফেলায় মেয়েকে হত্যা

সম্প্রতি