পটুয়াখালীর দুমকিতে উইমেন এমপাওয়ারমেন্ট ফাউন্ডেশনের উদ্যোগে ও হিউম্যান রিলিফ বাংলাদেশের সহযোগিতায় দেড় শতাধিক গরিব, অসহায় শীতার্তদের মধ্যে কম্বল বিতরণ করা হয়েছে। গতকাল রোববার দুপুর ১২টায় দুমকি ডব্লিউইএফ কার্যালয় চত্বরে আয়োজিত কম্বল বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, দুমকি উপজেলা নির্বাহী কর্মকর্তা মোছা. ফরিদা সুলতানা। ডব্লিউ ইএফের নির্বাহী পরিচালক পারভিন আরা বেগমের সভাপতিত্বে এ সময় উপস্থিত ছিলেন, দুমকি উপজেলা সমাজসেবা কর্মকর্তা মুহ. অলিউল ইসলাম, ডব্লিউইএফের প্রতিষ্ঠাতা একেএম হারুন অর রশিদ। পল্লী সেবা সংঘের পরিচালক হোসাইন আহমদ কবির হাওলাদারের সঞ্চালনায় এসময় উপস্থিত ছিলেন, সাংবাদিক মো. কামাল হোসেন ও মো. জাহিদুল ইসলাম প্রমুখ। এ সময় উপজেলার বিভিন্ন ইউনিয়নের দেড় শতাধিক বয়স্ক অসহায় গরিব শীতার্ত নারী পুরুষের মধ্যে কম্বল বিতরণ করা হয়।
সারাদেশ: আক্কেলপুরে ভাজা বিক্রেতার আত্মহত্যা