রায়গঞ্জে পত্রিকা বিক্রেতাদের পাশে দাঁড়াল খিদমাতুল উম্মাহ ফাউন্ডেশন

প্রতিনিধি, রায়গঞ্জ (সিরাজগঞ্জ)

ঘন কুয়াশা আর হাড়কাঁপানো শীতের ভোর। তখনও শহরের অধিকাংশ মানুষ ঘুমে আচ্ছন্ন। ঠিক সেই সময় জীবিকার তাগিদে ঘর ছেড়ে বের হন পত্রিকা বিক্রেতারা। এমন শীতার্ত মানুষের হাত উষ্ণ করতে এগিয়ে এসেছে খিদমাতুল উম্মাহ ফাউন্ডেশন। গতকাল সোমবার ভোরে সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার চান্দাইকোনা বাজারের একটি পত্রিকা এজেন্সি পয়েন্টে জাতীয় দৈনিক ও স্থানীয় পত্রিকা বিক্রেতাদের মাঝে শীতবস্ত্র হিসেবে কম্বল বিতরণ করা হয়।

খিদমাতুল উম্মাহ ফাউন্ডেশনের মহাসচিব মাহবুবুর রহমান বলেন, শীতের এই সময়ে সবচেয়ে কষ্টে থাকেন ভোরে কাজে বের হওয়া মানুষা। পত্রিকা বিক্রেতারা নীরবে দায়িত্ব পালন করেন, কিন্তু তাদের কষ্ট খুব কমই চোখে পড়ে। সেই উপলব্ধি থেকেই তাদের পাশে দাঁড়ানোর চেষ্টা করেছি।

কম্বল হাতে পেয়ে আবেগাপ্লুত পত্রিকা বিক্রেতা বকুল সরকার বলেন, ভোরের ঠাণ্ডায় শরীর জবুথবু হয়ে যায়। অনেক সময় শীতের কারণে কাজ করাই কঠিন হয়ে পড়ে। এই কম্বল শুধু শীত নিবারণের নয়, আমাদের জন্য ভালোবাসারও উপহার। এ সময় গণমাধ্যম কর্মী সাইদুল ইসলাম আবিরসহ অন্যান্য পত্রিকা বিক্রেতারা উপস্থিত ছিলেন।

‘সারাদেশ’ : আরও খবর

» পটুয়াখালীতে বাবার ‘অনৈতিক সম্পর্ক’ দেখে ফেলায় মেয়েকে হত্যা

সম্প্রতি