image
পৌষের তীব্র শীতে গাইবান্ধা জেলার সাধারণ মানুষ এভাবেই আগুন জ্বেলে গা গরম করছে -সংবাদ

তীব্র শীতে বিপর্যস্ত গাইবান্ধা, দেখা নেই সূর্যের

প্রতিনিধি,গাইবান্ধা

নতুন বছরের শুরুতেই গাইবান্ধায় জেঁকে বসেছে তীব্র হাড় কাঁপানো শীত। গত কয়েকদিন ধরে সূর্যের দেখা না মেলায় এবং হিমেল বাতাসের সঙ্গে ঘন কুয়াশায় জনজীবন পুরোপুরি বিপর্যস্ত হয়ে পড়েছে। বিশেষ করে ছিন্নমূল ও নিম্ন আয়ের মানুষ, শিশু এবং বৃদ্ধ চরম দুর্ভোগের শিকার হচ্ছেন।

রংপুর আবহাওয়া অফিস সূত্রে জানা গেছে, উত্তর দিক থেকে আসা হিম শীতল বাতাস ও ঘন কুয়াশার কারণে আগামী অন্তত দুদিন শীতের এই তীব্রতা বজায় থাকতে পারে। বর্তমানে জেলাজুড়ে রাতভর ও দিনের বেলাতেও বৃষ্টির মতো কুয়াশা ঝরছে। কুয়াশার চাদরে ঢাকা পড়ছে সড়ক, মাঠ ও জনপদ। দৃশ্যমানতা কমে যাওয়ায় মহাসড়ক ও আঞ্চলিক সড়কগুলোতে দিনের বেলাতেও হেডলাইট জ্বালিয়ে যানবাহন চলাচল করতে দেখা গেছে।

তীব্র ঠাণ্ডায় কাজে বের হতে পারছেন না দিনমজুর, রিকশা ও ভ্যানচালকরা। আয় কমে যাওয়ায় পরিবার নিয়ে বিপাকে পড়েছেন তারা। গ্রামের সাধারণ মানুষ খড়কুটো ও শুকনা পাতা জ্বালিয়ে আগুন পোহানোর চেষ্টা করছেন, যা ধোঁয়ার কারণে স্বাস্থ্যঝুঁকিও তৈরি করছে। এদিকে গবাদি পশুদের নিয়েও খামারিরা বিপাকে পড়েছেন। ঠাণ্ডায় পশুর খাবার গ্রহণ কমে যাওয়ায় দুধ উৎপাদন হ্রাস পাচ্ছে, ফলে আর্থিক ক্ষতির মুখে পড়ছেন প্রান্তিক খামারিরা।

শীতের প্রকোপ বাড়ার সঙ্গে সঙ্গে গাইবান্ধা জেনারেল হাসপাতালসহ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সগুলোতে বাড়ছে ঠাণ্ডাজনিত রোগীর সংখ্যা। বিশেষ করে শিশুরা সর্দি, কাশি ও নিউমোনিয়ায় এবং বয়স্করা শ্বাসকষ্ট ও বাতব্যথায় আক্রান্ত হচ্ছেন।

গাইবান্ধা জেনারেল হাসপাতালের শিশু বিশেষজ্ঞ ডা. সোহেল জানান, শিশু ও বৃদ্ধদের এই সময়ে বাড়তি যত্ন নিতে হবে। কোনোভাবেই যেন ঠাণ্ডা বা বাসি খাবার খাওয়া না হয় এবং অসুস্থ হলে দ্রুত চিকিৎসকের পরামর্শ নিতে হবে। হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. আসিফ উর রহমান বাইক চালকদের চেস্টগার্ড ব্যবহার এবং সাধারণ মানুষকে মাস্ক পরে ও বিনা প্রয়োজনে বাইরে না যাওয়ার পরামর্শ দিয়েছেন।

জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা শফিকুল ইসলাম জানান, শীত মোকাবিলায় প্রতিটি উপজেলার ইউএনওদের কম্বল কেনার জন্য ৬ লাখ টাকা করে বরাদ্দ দেয়া হয়েছে। এখন পর্যন্ত জেলায় ২২ হাজার ৬০০ কম্বল বিতরণ করা হয়েছে এবং ত্রাণ কার্যক্রম অব্যাহত রয়েছে।

‘সারাদেশ’ : আরও খবর

সম্প্রতি