কলারোয়া সীমান্তে মাদকবিরোধী বিশেষ অভিযান চালিয়ে প্রায় ১৪ লাখ টাকা মূল্যের চোরাচালানি মালামাল জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। গতকাল সোমবার সাতক্ষীরা ব্যাটালিয়নের (৩৩ বিজিবি) অধীনস্থ কাকডাঙ্গা এবং মাদরা বিওপির সদস্যরা এই অভিযান পরিচালনা করেন।
বিজিবি সূত্রে জানা গেছে, মাদরা বিওপির দুটি আভিযানিক দল মেইন পিলারের কাছে আনারস বাগান ও মাদরা নামক স্থানে অভিযান চালিয়ে ভারতীয় শাড়ি ও ১১ বোতল উইনসিরাক্স সিরাপ জব্দ করে। যার বাজারমূল্য প্রায় ৩৯ হাজার ৪০০ টাকা। অন্যদিকে, কাকডাঙ্গা বিওপির একটি বিশেষ দল গেড়াখালী এলাকা থেকে বিপুল পরিমাণ ভারতীয় ওষুধ আটক করে। জব্দকৃত এই ওষুধের আনুমানিক মূল্য ১৩ লাখ ৩০ হাজার টাকা। অভিযানে মোট ১৩ লাখ ৬৯ হাজার ৪০০ টাকার মালামাল আটক করা হয়।
বিজিবি জানায়, শুল্ককর ফাঁকি দিয়ে অবৈধভাবে এসব মালামাল ভারত থেকে বাংলাদেশে আনা হয়েছিল।