image
ভাঙ্গুড়া (পাবনা) : এলপিজি গ্যাস বোতলজাত করা হচ্ছে -সংবাদ

ভাঙ্গুড়ায় অবৈধ এলপিজি বাণিজ্য বিস্ফোরণের ঝুঁকিতে জনজীবন

নবীগঞ্জে বেশি দামে এলপিজি বিক্রি ও মজুদের দায়ে দুই প্রতিষ্ঠানকে জরিমানা

প্রতিনিধি, ভাঙ্গুড়া (পাবনা)

পাবনার ভাঙ্গুড়ায় প্রকাশ্যেই বিস্ফোরক আইন লঙ্ঘন করে বহনযোগ্য সিলিন্ডারে এলপিজি গ্যাস ভরে বিক্রির একটি ভয়ংকর ও অবৈধ কারবারের অভিযোগ উঠেছে। উপজেলার পার-ভাঙ্গুড়া ইউনিয়নের রাঙ্গালিয়া গ্রামে অবস্থিত আল-মদিনা অটো গ্যাস ফিলিং স্টেশনে দীর্ঘদিন ধরে প্রশাসনের চোখের সামনে এই ঝুঁকিপূর্ণ কার্যক্রম চালিয়ে আসলেও কার্যকর কোনো আইনগত ব্যবস্থা নেওয়া হয়নি।

অনুসন্ধানে জানা গেছে, যানবাহনে গ্যাস সরবরাহের অনুমতি থাকলেও স্টেশনটি নিয়মিতভাবে পাইকারি ও খুচরাভাবে বিভিন্ন কোম্পানির বহনযোগ্য সিলিন্ডারে নিজেদের রিজার্ভার থেকে এলপিজি গ্যাস ভর্তি করে বিক্রি করছে। এ প্রক্রিয়াটি শুধু অবৈধই নয়, যেকোনো সময় ভয়াবহ বিস্ফোরণের মাধ্যমে বড় ধরনের প্রাণহানির কারণ হতে পারে বলে সংশ্লিষ্ট বিশেষজ্ঞরা সতর্ক করেছেন।

বিস্ফোরক আইন অনুযায়ী, স্বয়ংক্রিয় ইঞ্জিনে জ্বালানি সরবরাহে নিয়োজিত এলপিজি বিতরণ স্টেশন থেকে মোটরযান বা স্বয়ংক্রিয় ইঞ্জিনের সঙ্গে সংযুক্ত জ্বালানি ধারণ পাত্র ব্যতীত অন্য কোনো বহনযোগ্য পাত্রে এলপিজি ভর্তি করা সম্পূর্ণ নিষিদ্ধ। এই আইন লঙ্ঘনের দায়ে ২ থেকে ৫ বছর পর্যন্ত কারাদণ্ড, ৫০ হাজার টাকা অর্থদণ্ড এবং অনাদায়ে অতিরিক্ত ছয় মাসের কারাদণ্ডের বিধান রয়েছে।

খোঁজ নিয়ে জানা যায়, স্টেশনটি প্রতিষ্ঠার পর থেকেই অবৈধভাবে সিলিন্ডারে গ্যাস ভরার কার্যক্রম চালিয়ে আসছে। প্রতিষ্ঠানটির একজন কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে স্বীকার করেন, প্রতিদিন যানবাহনের পাশাপাশি সিলিন্ডারেও গ্যাস ভর্তি করা হয়।

গ্যাস নিতে আসা কয়েকজন ক্রেতা জানান, অনুমোদিত বিক্রয়কেন্দ্র থেকে একটি সিলিন্ডার কিনতে যেখানে ১ হাজার ২০০ থেকে ১ হাজার ৩০০ টাকা লাগে, সেখানে এই ফিলিং স্টেশন থেকে ৬০০ টাকায় ১০ লিটার গ্যাস পাওয়া যায়। তবে এভাবে গ্যাস নেয়া যে অবৈধ ও অত্যন্ত ঝুঁকিপূর্ণ- তা তারা জানতেন না বলেও জানান।

অভিযোগ রয়েছে, আল-মদিনা অটো গ্যাস ফিলিং স্টেশনের মালিক আলমগীর হোসেন ক্ষমতার প্রভাব খাটিয়ে অবৈধ এই ব্যবসা পরিচালনা করছেন। এতে বৈধ লাইসেন্সপ্রাপ্ত স্থানীয় এলপিজি বিক্রয়কেন্দ্রগুলো আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে এবং সরকার বিপুল রাজস্ব হারাচ্ছে।

এ বিষয়ে কথা বলতে গেলে আল-মদিনা অটো গ্যাস ফিলিং স্টেশনের মালিক আলমগীর হোসেন সাংবাদিকদের উদ্দেশে বলেন, অবৈধ হলে কী হয়েছে, আমার ক্ষমতা আছে। এভাবেই ব্যবসা চালাবো। পারলে নিউজ করেন, আমিও আপনাদের দেখে নেব। এ সময় তিনি সাংবাদিকদের প্রকাশ্যে হুমকি দেন বলে অভিযোগ রয়েছে।

পাবনা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স এর সহকারী পরিচালক মো. শারফুল আহসান ভুঞা বলেন, এরকম কোন ঘটনা ঘটে থাকলে উপজেলা নির্বাহী কর্মকর্তাকে অবগত করতে পারেন।

এ বিষয়ে ভাঙ্গুড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তাপস পাল বলেন, অভিযোগের বিষয়ে সুনির্দিষ্ট তথ্য পেলে ফায়ার সার্ভিস ও সংশ্লিষ্ট দপ্তরের সঙ্গে সমন্বয় করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

নবীগঞ্জে বেশি দামে এলপিজি বিক্রি ও মজুদের দায়ে দুই ডিস্ট্রিবিউটরকে জরিমানা

সরকার নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে এলপিজি গ্যাস বিক্রি এবং নির্ধারিত সীমার বাইরে অতিরিক্ত গ্যাস সিলিন্ডার মজুদের দায়ে নবীগঞ্জ উপজেলার দুই ডিস্ট্রিবিউটরকে মোট ৪০ হাজার টাকা জরিমানা করেছে উপজেলা প্রশাসন।

গতকাল সোমবার বিকাল ৫টা থেকে নবীগঞ্জ উপজেলার বিভিন্ন এলাকায় মোবাইল কোর্ট পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) প্রত্যয় হাশেম। এ সময় এলপিজি গ্যাসের সরবরাহ, মজুদ পরিস্থিতি ও মূল্যতালিকা সরেজমিনে যাচাই করা হয়।

অভিযানকালে দেখা যায়, সরকার কর্তৃক নির্ধারিত ১২ কেজি এলপিজি গ্যাসের মূল্য ১ হাজার ৩০৬ টাকা হলেও কয়েকজন ডিস্ট্রিবিউটর গ্রাহকদের কাছ থেকে অতিরিক্ত মূল্য আদায় করছেন। একই সঙ্গে অনুমোদিত সীমা অতিক্রম করে বিপুল পরিমাণ গ্যাস সিলিন্ডার মজুদ করে রাখা হয়েছে।

এ ঘটনায় অত্যাবশ্যকীয় পণ্য নিয়ন্ত্রণ আইন, ১৯৫৬-এর ৩ ধারা এবং ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯-এর ৪০ ধারায় ইমামবাড়ি বাজারের রহিমা এন্টারপ্রাইজের স্বত্বাধিকারী অলিউর রহমান সোহাগকে ২০ হাজার টাকা এবং আউশকান্দি বাজারের একতা ট্রেডার্সের স্বত্বাধিকারী আজমান আলীকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়।

‘সারাদেশ’ : আরও খবর

» নিপা ভাইরাস: খেজুরের কাঁচারস ও বাদুড়ে খাওয়া আধাফল না খাওয়ার পরামর্শ

» ডিমলায় আনসার ক্যাম্পে দুই দফা সন্ত্রাসী তা-বে ৭ শতাধিক আসামির বিরুদ্ধে মামলা হলেও ৯ দিনেও কেউ গ্রেপ্তার হয়নি

» ৪ বিভাগ ও ১২ জেলায় শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে, বদলগাছীতে সর্বনিম্ন তাপমাত্রা

» শ্রেষ্ঠ সমাজসেবা পদক পেলেন তারাগঞ্জের কর্মকর্তা

সম্প্রতি