image
বাগাতিপাড়ার হকি তারকার পাশে ইউএনও -সংবাদ

কনার সাফল্যের পথে সাহায্যের হাত

বাগাতিপাড়ার হকি তারকার পাশে ইউএনও

প্রতিনিধি, বাগাতিপাড়া (নাটোর)

বাগাতিপাড়া উপজেলার সান্যালপাড়া গ্রামের কনা আক্তার, যিনি এক সময় অর্থকষ্টে পড়েও হকি খেলে দেশের গন্ডি পেরিয়ে আন্তর্জাতিক অঙ্গনে নিজেকে প্রতিষ্ঠিত করেছেন, এখন তার পাশে দাঁড়ালেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ আলাউদ্দিন। এলাকার সমাজিক দায়বদ্ধতা এবং মানবিক সহায়তার অংশ হিসেবে, গতকাল সোমবার বিকেলে, উপজেলা পরিষদ চত্বরে অনুষ্ঠিত এক অনুষ্ঠানে ইউএনও কনার পরিবারকে ৩ বান্ডিল ঢেউটিন এবং ৯ হাজার টাকার নগদ সহায়তা প্রদান করেন। কনার সংগ্রাম এবং তার সাফল্যের কথা জানার পর, ইউএনও বলেন, ‘কনার মতো প্রতিভাবান খেলোয়াড়রা আমাদের গর্ব। রাষ্ট্র ও সমাজের দায়িত্ব তাদের পাশে দাঁড়ানো, যাতে তারা নির্বিঘ্নে তাদের প্রতিভা বিকাশের সুযোগ পায়।’ কনা আক্তার, একজন দরিদ্র দিনমজুরের মেয়ে, যিনি ছোটবেলা থেকেই নানা প্রতিকূলতার মধ্যে নিজের ক্রীড়া প্রতিভা বিকাশে লড়াই করেছেন। ২০২১ সালে বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠানে (বিকেএসপি) ভর্তি হয়ে, মাত্র দুই বছরের মধ্যে তিনি জাতীয় এবং আন্তর্জাতিক হকি প্রতিযোগিতায় অংশগ্রহণের সুযোগ পান। এশিয়ান হকি ফেডারেশন (এএইচএফ) কাপ জুনিয়র টুর্নামেন্টে অংশ নিয়ে দেশের বাইরে যাওয়ার পাশাপাশি, ২০২৪ সালে সিঙ্গাপুর ও ওমানে অনুষ্ঠিত আন্তর্জাতিক হকি প্রতিযোগিতায় অংশ নেন কনা। তার পরবর্তী সাফল্য আসে ২০২৫ সালে, যখন তিনি চীনের দাজহুতে অনুষ্ঠিত অনূর্ধ্ব-১৮ এশিয়া কাপ হকিতে বাংলাদেশের প্রতিনিধিত্ব করেন। এখানে, তিনি ৭টি ম্যাচের মধ্যে ২টি ম্যাচে ‘ম্যান অব দ্য প্লেয়ার’ নির্বাচিত হন, যা তার আন্তর্জাতিক ক্রীড়া ক্যারিয়ারের এক বড় অর্জন হিসেবে চিহ্নিত হয়েছে। তবে কনার সাফল্য কেবল তার নিজস্ব অর্জন নয়, তার পরিবার এবং সমাজের জন্যও একটি বড় উদাহরণ। তার বাবা আবু বক্কর, একজন দিনমজুর, ছয় সদস্যের পরিবার পরিচালনার জন্য প্রতিদিন সংগ্রাম করেন, কিন্তু তিনি কনার খেলা চালিয়ে যেতে যথাসম্ভব সাহায্য করেছেন। কনার একাগ্রতা, কঠোর পরিশ্রম এবং দৃঢ় মনোবল তাকে আজকের জায়গায় পৌঁছতে সহায়তা করেছে। স্থানীয়রা এবং কনার পরিবার এই মানবিক সহায়তার জন্য প্রশাসনকে আন্তরিক ধন্যবাদ জানিয়েছেন এবং আশা প্রকাশ করেছেন যে কনার আরও বড় সাফল্য অর্জন করবেন। কনা আক্তার আজ শুধু একটি পরিবারের নয়, সারা বাগাতিপাড়া এলাকার গর্ব হয়ে উঠেছেন। তার এই সাফল্যের সঙ্গে প্রশাসনের এই ধরনের সহায়তা ভবিষ্যতে আরও তরুণ প্রতিভাদের উৎসাহিত করবে।

‘সারাদেশ’ : আরও খবর

» নিপা ভাইরাস: খেজুরের কাঁচারস ও বাদুড়ে খাওয়া আধাফল না খাওয়ার পরামর্শ

» ডিমলায় আনসার ক্যাম্পে দুই দফা সন্ত্রাসী তা-বে ৭ শতাধিক আসামির বিরুদ্ধে মামলা হলেও ৯ দিনেও কেউ গ্রেপ্তার হয়নি

» ৪ বিভাগ ও ১২ জেলায় শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে, বদলগাছীতে সর্বনিম্ন তাপমাত্রা

» শ্রেষ্ঠ সমাজসেবা পদক পেলেন তারাগঞ্জের কর্মকর্তা

সম্প্রতি