ঝালকাঠির কাঁঠালিয়া উপজেলা নির্বাহী অফিসার মো. মকবুল হোসেন গভীর রাতে উপজেলার প্রতন্ত অঞ্চলের শীতার্ত মানুষের মাঝে কম্বল নিয়ে পাশে দাঁড়িয়েছেন।
ইতোমধ্যে উপজেলা সদরে, বটতলা বাজারে, পশ্চিম আউরা, দক্ষিণ আউরা ও চেঁচরীরামপুর আশ্রয়ন প্রকল্পের বাসিন্দাদের এবং বিভিন্ন হাট বাজারের পাড়ারাদার ও ছিন্নমূলদের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে।
সারা দিনের অফিসের কাজ সেরে রাতের বেলায় প্রচণ্ড শীত উপেক্ষা করে বাড়ি, হাটবাজার ও আশ্রয়ন প্রকল্পে গিয়ে দরজার কড়া নাড়ছেন উপজেলা নির্বাহী অফিসার মো. মকবুল হোসেন। অনেকে বিরক্ত হয়ে দরজা খুলে অপরিচিত লোক দেখে পরিচয় জানতে চান। ইউএনওর পরিচয় জেনে অনেকে আবেগাপ্লুত হয়ে পড়েন। এ সময় গাড়ী থেকে কম্বল বের করে শীতার্তদের গায়ে জড়িয়ে দেন উপজেলা নির্বাহী অফিসার। সদ্যযোগদান করা ইউএনওর এমন কাজে এলাকায় ব্যাপক প্রশংসা কুঁড়িয়েছেন।