image
ছবিঃ সংগৃহীত

কাঁঠালিয়ার গভীর রাতে ইউএনওর কম্বল বিতরণ

প্রতিনিধি, কাঁঠালিয়া (ঝালকাঠি)

ঝালকাঠির কাঁঠালিয়া উপজেলা নির্বাহী অফিসার মো. মকবুল হোসেন গভীর রাতে উপজেলার প্রতন্ত অঞ্চলের শীতার্ত মানুষের মাঝে কম্বল নিয়ে পাশে দাঁড়িয়েছেন।

ইতোমধ্যে উপজেলা সদরে, বটতলা বাজারে, পশ্চিম আউরা, দক্ষিণ আউরা ও চেঁচরীরামপুর আশ্রয়ন প্রকল্পের বাসিন্দাদের এবং বিভিন্ন হাট বাজারের পাড়ারাদার ও ছিন্নমূলদের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে।

সারা দিনের অফিসের কাজ সেরে রাতের বেলায় প্রচণ্ড শীত উপেক্ষা করে বাড়ি, হাটবাজার ও আশ্রয়ন প্রকল্পে গিয়ে দরজার কড়া নাড়ছেন উপজেলা নির্বাহী অফিসার মো. মকবুল হোসেন। অনেকে বিরক্ত হয়ে দরজা খুলে অপরিচিত লোক দেখে পরিচয় জানতে চান। ইউএনওর পরিচয় জেনে অনেকে আবেগাপ্লুত হয়ে পড়েন। এ সময় গাড়ী থেকে কম্বল বের করে শীতার্তদের গায়ে জড়িয়ে দেন উপজেলা নির্বাহী অফিসার। সদ্যযোগদান করা ইউএনওর এমন কাজে এলাকায় ব্যাপক প্রশংসা কুঁড়িয়েছেন।

‘সারাদেশ’ : আরও খবর

» নিপা ভাইরাস: খেজুরের কাঁচারস ও বাদুড়ে খাওয়া আধাফল না খাওয়ার পরামর্শ

» ডিমলায় আনসার ক্যাম্পে দুই দফা সন্ত্রাসী তা-বে ৭ শতাধিক আসামির বিরুদ্ধে মামলা হলেও ৯ দিনেও কেউ গ্রেপ্তার হয়নি

» ৪ বিভাগ ও ১২ জেলায় শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে, বদলগাছীতে সর্বনিম্ন তাপমাত্রা

» শ্রেষ্ঠ সমাজসেবা পদক পেলেন তারাগঞ্জের কর্মকর্তা

সম্প্রতি