image

প্রাথমিক বিদ্যালয়ে ৬২ শিক্ষার্থীর জন্য একজন শিক্ষক

প্রতিনিধি, গজারিয়া (মুন্সীগঞ্জ)

বছরের প্রথমদিন নতুন পাঠ্যপুস্তক হাতে পেলেও ভাটিবলাকী প্রাথমিক বিদ্যালয়ে পড়াশোনার স্বাভাবিক গতি আসেনি শিক্ষক স্বল্পতার কারণে।

গজারিয়া উপজেলার হোসেন্দী ইউনিয়নের ৫নং ভাটিবলাকী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ৬২ জন শিক্ষার্থীদের জন্য রয়েছেন একজন মাত্র শিক্ষক!

সংশ্লিষ্ট সূত্র, শিক্ষার্থী ও অভিভাবকদের সঙ্গে কথা বলে জানা যায়, গত বছর জুলাই মাসে বিদ্যালটির প্রধান শিক্ষক নার্গিস খানম অবসরজনিত ছুটিতে গেছেন, সহকারী শিক্ষক মোস্তফা মিয়া বদলিজনিত কারণে অন্যত্র চলে যাওয়া ও সর্বশেষ অন্য সহকারী শিক্ষক রুবেল মিয়ার প্রশিক্ষণ গ্রহণে যাওয়ার পর এক মাত্র শিক্ষক হিসেবে বিদ্যালয়টিতে রয়েছেন সাইফুল ইসলাম। আড়াই তলাবিশিষ্ট পাকা বিদ্যালয় ভবন ও পর্যাপ্ত সংখ্যক শিক্ষার্থী থাকার পরও শিক্ষক রয়েছেন মাত্র একজন।

শিক্ষক সংকটের কারণে বছরের শুরুতে পড়াশোনা ব্যাহত হওয়ার উপক্রম হয়েছে বলে মন্তব্য করেন একাধিক অভিভাবক।

ভাটিবলাকী গ্রামের বাসিন্দা ও হোসেন্দী ইউনিয়ন বিএনপির আহবায়ক মাহবুল আলম খান বলেন, বছরের শুরুতে শিক্ষার্থীরা নতুন বই পেয়ে পুরোদমে লেখাপড়া শুরু করার জন্য মানসিকভাবে তৈরি থাকলেও শিক্ষক স্বল্পতার কারণে, স্বাভাবিক পাঠদান মারাত্বকভাবে ব্যাহত হচ্ছে। শিক্ষক সংকটের সমাধান করে শিশুদের মৌলিক অধিকার অধিকার নিশ্চিত করার দাবী জানিয়েছেন।

বিদ্যালয়টির একমাত্র শিক্ষক সাইফুল ইসলাম বলেন, শিক্ষা কার্যক্রম পরিচালনার পাশাপাশি বছরের শুরুতে শিশু জরিপসহ কিছু গুরুত্বপূর্ণ কাজ সম্পাদন করতে হয় আমাদের।

সকাল ৯টা থেকে বিকাল ৪টা পর্যন্ত বিরতীহীন পাঠদান কোনো শিক্ষকের পক্ষে সম্ভব? আমি একা কীভাবে কী করব বুঝতে পারছি না।

শুনেছি কর্তৃপক্ষ দুজন শিক্ষক আমাদের বিদ্যালয়ে প্রেষণে দেয়ার পরিকল্পনা করছেন। কবে নাগাত শিক্ষক সংকট কাটবে বলতে পারছি না।

গজারিয়া উপজেলা প্রাথমিক শিক্ষা কার্যালয় সূত্রে জানা গেছে, ৫নং ভাটিবলাকী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে স্বাভাবিক শিক্ষা কার্যক্রম পরিচালনার জন্য দুই শিক্ষক প্রেষণে দেয়ার ব্যবস্থা গ্রহণ করা হবে।

‘সারাদেশ’ : আরও খবর

» নিপা ভাইরাস: খেজুরের কাঁচারস ও বাদুড়ে খাওয়া আধাফল না খাওয়ার পরামর্শ

» ডিমলায় আনসার ক্যাম্পে দুই দফা সন্ত্রাসী তা-বে ৭ শতাধিক আসামির বিরুদ্ধে মামলা হলেও ৯ দিনেও কেউ গ্রেপ্তার হয়নি

» ৪ বিভাগ ও ১২ জেলায় শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে, বদলগাছীতে সর্বনিম্ন তাপমাত্রা

» শ্রেষ্ঠ সমাজসেবা পদক পেলেন তারাগঞ্জের কর্মকর্তা

সম্প্রতি