image

শিবপুর প্রেস ক্লাব বেগম জিয়ার আত্মার মাগফিরাত কামনায় দোয়া মাহফিল

প্রতিনিধি, শিবপুর (নরসিংদী)

নরসিংদীর শিবপুরে বিএনপি চেয়ারপার্সন, তিনবারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গতকাল সোমবার বিকেলে প্রেস ক্লাবের আয়োজনে উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবনে প্রেস ক্লাব কার্যালয়ে এই দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। প্রেস ক্লাবের নব-গঠিত কমিটির সভাপতি মো. আসাদুজ্জামান আসাদের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মাহবুব খানের সঞ্চালণায় দোয়া মাহফিল অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নরসিংদী জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও বর্তমান সহসভাপতি বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব তোফাজ্জল হোসেন মাস্টার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিবপুর উপজেলা বিএনপির সভাপতি বীর মুক্তিযোদ্ধা আবুল হারিস রিকাবদার। অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন প্রেস ক্লাবের সাবেক সভাপতি এসএম খোরশেদ আলম ও সাবেক সাধারণ সম্পাদক এসএম আরিফুল হাসান এবং নবগঠিত কমিটির সহসভাপতি মোমেন খান, যুগ্ম সাধারণ সম্পাদক আজমল হোসেন ভূঁইয়া, ক্রীড়া সম্পাদক ডালিম খান, প্রচার সম্পাদক আতাবুর রহমান সানি, দপ্তর সম্পাদক মো. রাসেল মিয়া, সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক মো. মাছুম মিয়া, নির্বাহী সদস্য নুরুল ইসলাম নূরচান ও খন্দকার আমির হোসেনসহ ক্লাবের অন্যান্য সাংবাদিকবৃন্দ। দোয়া পরিচালনা করেন শিবপুর উপজেলা পরিষদ মসজিদের ঈমাম ও খতিব মাওলানা শেখ আব্দুল কাইয়ূম।

‘সারাদেশ’ : আরও খবর

» নিপা ভাইরাস: খেজুরের কাঁচারস ও বাদুড়ে খাওয়া আধাফল না খাওয়ার পরামর্শ

» ডিমলায় আনসার ক্যাম্পে দুই দফা সন্ত্রাসী তা-বে ৭ শতাধিক আসামির বিরুদ্ধে মামলা হলেও ৯ দিনেও কেউ গ্রেপ্তার হয়নি

» ৪ বিভাগ ও ১২ জেলায় শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে, বদলগাছীতে সর্বনিম্ন তাপমাত্রা

» শ্রেষ্ঠ সমাজসেবা পদক পেলেন তারাগঞ্জের কর্মকর্তা

সম্প্রতি