image
ছবিঃ সংগৃহীত

যশোর ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল মিস্ত্রি নিহত

নিজস্ব প্রতিবেদক, যশোর

যশোরের খোলাডাঙ্গা এলাকায় ট্রাকের ধাক্কায় সাজ্জাদ হোসেন (১৯) নামে এক তরুণ মোটরসাইকেল মিস্ত্রি নিহত হয়েছে। সে সদর উপজেলার পুলেরহাট দিয়ারবাড়ী এলাকার বিল্লাল হোসেনের ছেলে ও শহরের চার খাম্বার মোড় সংলগ্ন ফুড গোডাউনের পাশের নাদিম মোটরসাইকেল গ্যারেজে কর্মরত ছিলেন।

স্থানীয়রা ও পুলিশ সূত্রে জানা যায়, মঙ্গলবার, (০৬ জানুয়ারী ২০২৬) দুপুর ১ টা ৩০ মিনিটের দিকে গ্যারেজের একটি মোটরসাইকেল মেরামত শেষে মালিককে বুঝিয়ে দিতে যাচ্ছিলেন সাজ্জাদ। পথে খোলাডাঙ্গা সার গোডাউনের সামনে পৌঁছালে পেছন থেকে দ্রুতগতিতে আসা একটি ট্রাক তাকে ধাক্কা দিয়ে পালিয়ে যায়।

গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা সাজ্জাদকে উদ্ধার করে দ্রুত যশোর জেনারেল হাসপাতালে নিয়ে যান। সেখানে পুরুষ সার্জারি ওয়ার্ডে চিকিৎসাধীন অবস্থায় দুপুর ২ টা ৫০ মিনিটে তার মৃত্যু হয়।

যশোর কোতোয়ালি থানার ইন্সপেক্টর কাজী বাবুল বলেন, পুলিশ ঘাতক ট্রাকটিকে শনাক্ত করার চেষ্টা চালাচ্ছে।

‘সারাদেশ’ : আরও খবর

» নিপা ভাইরাস: খেজুরের কাঁচারস ও বাদুড়ে খাওয়া আধাফল না খাওয়ার পরামর্শ

» ডিমলায় আনসার ক্যাম্পে দুই দফা সন্ত্রাসী তা-বে ৭ শতাধিক আসামির বিরুদ্ধে মামলা হলেও ৯ দিনেও কেউ গ্রেপ্তার হয়নি

» ৪ বিভাগ ও ১২ জেলায় শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে, বদলগাছীতে সর্বনিম্ন তাপমাত্রা

» শ্রেষ্ঠ সমাজসেবা পদক পেলেন তারাগঞ্জের কর্মকর্তা

সম্প্রতি