image

পলাশে মুদি ব্যবসায়ী মণি চক্রবর্ত্তীকে হত্যার বিচারের দাবীতে মানববন্ধন

প্রতিনিধে, পলাশ ( নরসিংদী)

পলাশে মুদি ব্যবসায়ী মনি চক্রবর্তী হত্যার প্রতিবাদ ও হত্যাকারীদের বিচারের দাবিতে মানববন্ধন করেছে ব্যবসায়ীরা। আজ মঙ্গলবার দুপুরে চরসিন্দুর বাজারে বাজার সমিতির ব্যানারে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানের শতাধিক ব্যবসায়ীরা অংশ নেয়। মানববন্ধনে বক্তারা দ্রæত মনি চক্রবর্তী হত্যাকারীদের বিচারের দাবি জানান। এছাড়া আগামী ২৪ ঘন্টার মধ্যে হত্যাকারীদের গ্রেফতার না করলে আরো কঠোর আন্দোলনের হুশিয়ারীও দেন তারা।

এসময় উপস্থিত ছিলেন, চরসিন্দুর বাজার সমিতির ভারপ্রাপ্ত সভাপতি আঙ্গুর ভূইয়া, সাধারণ সম্পাদক ফারুখ ভূইয়া, বাংলাদেশ হিন্দু মহাজোটের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক কিশোর কুমার, পলাশ উপজেলার সভাপতি লিপন দেবনাথসহ বিভিন্ন নেতৃবন্দ।

এর আগে গতকাল রাতে নিজ ব্যবসা প্রতিষ্ঠান থেকে বাড়ি ফেরার পথে সুলতান পুর গ্রামে নিজ বাড়ির পাশে দুর্বৃত্তের হাতে খুন হয় মনি চক্রবর্তী।

‘সারাদেশ’ : আরও খবর

» নিপা ভাইরাস: খেজুরের কাঁচারস ও বাদুড়ে খাওয়া আধাফল না খাওয়ার পরামর্শ

» ডিমলায় আনসার ক্যাম্পে দুই দফা সন্ত্রাসী তা-বে ৭ শতাধিক আসামির বিরুদ্ধে মামলা হলেও ৯ দিনেও কেউ গ্রেপ্তার হয়নি

» ৪ বিভাগ ও ১২ জেলায় শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে, বদলগাছীতে সর্বনিম্ন তাপমাত্রা

» শ্রেষ্ঠ সমাজসেবা পদক পেলেন তারাগঞ্জের কর্মকর্তা

সম্প্রতি