জয়পুরহাটের আক্কেলপুর উপজেলায় বিভিন্ন এনজিও থেকে নেয়া ঋণের চাপ সহ্য করতে না পেরে এক ভাজা বিক্রেতা আত্মহত্যা করেছেন বলে অভিযোগ উঠেছে।
মঙ্গলবার উপজেলার তিলকপুর ইউনিয়নের কাঁনচপাড়া গ্রামের আবু হাসান বাবু (৪৮) নিজ বাড়ির সামনে একটি ফলজ গাছে ঝুলে আত্মহত্যা করেন। পরে তার ঝুলন্ত মরদেহ উদ্ধার করে আক্কেলপুর থানা পুলিশ।
নিহত আবু হাসান বাবু ওই গ্রামের আইন উদ্দীনের ছেলে। তিনি তিলকপুর পূর্ব বাজার এলাকায় দীর্ঘদিন ধরে ভাজা বিক্রি করে পরিবারের জীবিকা নির্বাহ করতেন। পরিবার ও স্থানীয়দের অভিযোগ, ঋণের দায়েই তিনি আত্মহত্যা করেছেন।
পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা যায়, আবু হাসান বাবু দীর্ঘদিন ধরে বিভিন্ন এনজিও থেকে নেয়া ঋণের কিস্তি পরিশোধে সমস্যায় ভুগছিলেন। নিয়মিত কিস্তির চাপ ও আর্থিক সংকটের কারণে তিনি মানসিকভাবে বিপর্যস্ত হয়ে পড়েন। গত সোমবার রাতে তিনি নিজ ঘরের ভেতরেই ছিলেন, মঙ্গলবার ভোরে ঘুম থেকে উঠে বিছানায় তাকে না পেয়ে খোঁজাখুঁজি শুরু করেন তার স্ত্রী রেহেনা বেগম। একপর্যায়ে বাড়ির সামনের একটি ফলজ (জাম) গাছে নিজের ব্যবহৃত মাফলার দিয়ে ঝুলন্ত অবস্থায় তার মরদেহ দেখতে পান তিনি। পরে বিষয়টি পুলিশকে জানানো হলে ঘটনাস্থলে গিয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে।
নিহতের স্ত্রী রেহেনা বেগম অভিযোগ করে বলেন, ‘আমার স্বামী প্রায় পাঁচটি এনজিও থেকে আমার নামে ঋণ নিয়েছিলেন। ঋণের কিস্তি পরিশোধ করতে না পারায় মঙ্গলবার এনজিওর লোকজন দুইবার আমাদের বাড়িতে আসে। এতে আমার স্বামী মানসিকভাবে ভেঙে পড়েন। এনজিওর চাপেই তিনি আত্মহত্যা করেছেন।’
আক্কেলপুর থানার ওসি শাহিন রেজা জানান, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করা হয়েছে।
এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে। ময়নাতদন্তের জন্য মরদেহ জয়পুরহাট জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। প্রতিবেদন পাওয়ার পর পরবর্তী আইনগত ব্যবস্থা নেয়া হবে।