image
সংগৃহীত

সরাইলের পাকশিমুলে ছোট ভাইয়ের আঘাতে বড় ভাই নিহত

প্রতিনিধি, সরাইল (ব্রাহ্মণবাড়িয়া)

ব্রাহ্মণবাড়িয়া জেলার সরাইলে গত সোমবার রাতে ছোট ভাইয়ের আঘাতে বড় ভাই নিহত হয়েছে।

ঘটনাটি ঘটেছে উপজেলার পাকশিমুল ইউনিয়নের পাকশিমুল গ্রামের পূর্বপাড়ায়। নিহত মিঠুন মিয়া (৩৫) মো. আঙ্গুর মিয়ারের বড় ছেলে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, মিঠুন মিয়া গত সোমবার রাতে বাড়িতে ফেরার সময় পূর্ব শত্রুতার জেরে আপন ছোট ভাই ইমরান মিয়া তার আপন বড় ভাই মিঠুন মিয়ার সঙ্গে কথা কাটাকাটি শুরু হয়। একপর্যায়ে ছোট ভাই ইমরান (৩৩) ক্ষিপ্ত হয়ে বড় ভাই মিঠুন মিয়াকে বুকে সজোরে কিল-ঘুষি মারতে থাকে। এতে সঙ্গে সঙ্গে বড় ভাই মিঠুন মাটিতে লুটিয়ে পড়ে যায়। পরে চিৎকার-চেঁচামেচি শুনে পার্শ্ববর্তী লোকজন এসে চিকিৎসার উদ্দেশে তাকে ব্রাহ্মণবাড়িয়া সদর জেনারেল ২৫০ শয্যা বিশিষ্ট হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এ বিষয়ে সরাইল থানার ওসি (তদন্ত) জহিরুল ইসলাম জানান, ঘটনাটি সঠিক, ময়নাতদন্তের জন্য ব্রাহ্মণবাড়িয়া হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। মামলা পাওয়ার সঙ্গে সঙ্গে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

‘সারাদেশ’ : আরও খবর

» নিপা ভাইরাস: খেজুরের কাঁচারস ও বাদুড়ে খাওয়া আধাফল না খাওয়ার পরামর্শ

» ডিমলায় আনসার ক্যাম্পে দুই দফা সন্ত্রাসী তা-বে ৭ শতাধিক আসামির বিরুদ্ধে মামলা হলেও ৯ দিনেও কেউ গ্রেপ্তার হয়নি

» ৪ বিভাগ ও ১২ জেলায় শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে, বদলগাছীতে সর্বনিম্ন তাপমাত্রা

» শ্রেষ্ঠ সমাজসেবা পদক পেলেন তারাগঞ্জের কর্মকর্তা

সম্প্রতি