image
ছবি: ইন্টারনেট থেকে সংগৃহীত

পাঁচবিবিতে ঘন কুয়াশায় বিবর্ণ বোরো বীজতলা

প্রতিনিধি, পাঁচবিবি (জয়পুরহাট)

জয়পুরহাটের পাঁচবিবি উপজেলায় তীব্র শীত ও ঘন কুয়াশার কারণে বোরো ধানের বীজতলার চারা হলুদ ও বিবর্ণ হয়ে পড়ছে। অনেক কৃষক পলিথিন দিয়ে বীজতলা ঢেকে রক্ষার চেষ্টা করেও তেমন লাভ হচ্ছে না। ফলে ইরি-বোরো চাষ নিয়ে তারা দিশাহারা হয়ে পড়েছেন।

উপজেলার বিভিন্ন গ্রামের কৃষকরা জানান, গত আমন মৌসুমে ধান কাটার পর তারা চলতি বোরো মৌসুমে বীজতলা তৈরি করেছিলেন। কিন্তু শৈত্যপ্রবাহ ও কুয়াশার কারণে গজানো চারা হলুদ বর্ণ ধারণ করে পাতা গুটিয়ে মরছে। আওলাই ইউনিয়নের পিয়ার গ্রামের হাফিজার রহমান বলেন, ঠান্ডা ও কুয়াশায় বীজতলা নষ্ট হচ্ছে। পলিথিন দিয়ে ঢাকলেও কাজ হচ্ছে না। ইরি আবাদ হবে কিনা আল্লাহই জানেন।

বয়রা গ্রামের সমসের আলী জানান, ৬ একর জমিতে ৬০ কেজি ধানের বীজতলা তৈরি করেছিলেন। তীব্র শীতে তা পুরোপুরি নষ্ট হয়ে গেছে। নতুন বীজতলা তৈরি করলেও শৈত্যপ্রবাহ আবার ক্ষতি করছে। ফলে ইরি আবাদ নিয়ে দুশ্চিন্তায় রয়েছেন তিনি।

উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সূত্রে জানা গেছে, চলতি মৌসুমে উপজেলার পৌরসভা ও ৮ ইউনিয়নে ১৯,৯০৬ হেক্টর জমিতে ইরি-বোরো চাষের লক্ষ্য নির্ধারণ করা হয়েছে।

এ পর্যন্ত প্রায় ৪৫০ হেক্টর জমিতে বীজতলা তৈরি হয়েছে।

উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ জসিম উদ্দিন জানান, বৈরী আবহাওয়ায় কৃষকদের পলিথিন দিয়ে বীজতলা ঢেকে দেয়ার পরামর্শ দেয়া হচ্ছে। এছাড়া চারা হলুদ হলে ইউরিয়া সার, জিপসাম এবং গোড়া পচন দেখা দিলে স্প্রে করার পরামর্শও দিয়েছেন তিনি।

‘সারাদেশ’ : আরও খবর

সম্প্রতি

Sangbad Image

বিজ্ঞান ও প্রযুক্তি: বিকাশের নতুন উদ্যোগ ‘বি হাইভ’