image
ছবি: ইন্টারনেট থেকে সংগৃহীত

পোরশা সীমান্তে ২টি ভারতীয় মহিষ আটক

প্রতিনিধি, পোরশা (নওগাঁ)

নওগাঁর পোরশা সীমান্তে মালিকবিহীন ভারতীয় ২টি মহিষ আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

জানা যায়, গতকাল বুধবার ভোরে সীমান্তের নিতপুর টেকঠা নামক স্থানে অভিযান চালিয়ে ভারতীয় ২টি মহিষ আটক করেন বিজিবির সদস্যরা। এসময় বিজিবির উপস্থিতি টের পেয়ে পালিয়ে যায় মহিষের সঙ্গে থাকা চোরাকারবারিরা।

অভিযানে নেতৃত্ব দেয়া ১৬ বিজিবির নিতপুর বিওপির টহল কমান্ডার হাবিলদার আল আমিন জানান, জব্দ মহিষ ২টি জেলার পত্নীতলা শুল্ক কার্যালয়ে জমা দেয়ার প্রস্ততি নেয়া হচ্ছে।

‘সারাদেশ’ : আরও খবর

সম্প্রতি

Sangbad Image

বিজ্ঞান ও প্রযুক্তি: বিকাশের নতুন উদ্যোগ ‘বি হাইভ’