কুড়িগ্রামের রাজিবপুর ও রৌমারী সীমান্ত এলাকায় ভারতীয় বুনো হাতির তান্ডবে ফসলের ব্যাপক ক্ষতি করেছে বলে জানা গেছে। সীমান্তবাসী সূত্রে জানা গেছে বুধবার, ০৭ জানুয়ারী ২০২৬ ভোর ৪টার দিকে আন্তর্জাতিক মেইন পিলার ১০৭২ এর কাছ দিয়ে ভারত থেকে ৭/৮টি হাতি বাংলাদেশের অভ্যন্তরে ঢুকে পড়ে। সীমান্ত এলাকার ভুট্টা, বাদাম, বীজতলা ও একটি বাড়িতে ঢুকে আঙিনায় রাখা ১২/১৩ মণ আমন ধান খেয়ে চলে যায়। তবে বাড়ির ঘরের কোন ক্ষতি করেনি।
বালিয়ামারী গ্রামের আব্দুল আজিজ দেওয়ানী জানান, বুনো হাতির দলটি সীমান্তে ঢুকে বালিয়ামারী বাজারের পূর্ব পাশে নদীর তীরে অবস্থিত আসাদুল হক অরফে উক্কুন এর বাড়ির উঠানে রাখা ধান খেয়ে গেছে। তিনি আরও জানান, তবে সীমান্ত দিয়ে আসার পথে হাতির পায়ে পৃষ্ট হয়ে সরিষা, ভুট্টা, বাদাম ও বীজতলা ক্ষতি করেছে।
ক্ষতিগ্রস্ত ক্ষুদ্র কৃষক আসাদুল হক জানান, আমি কামলা নিয়ে আমন ধান ডাংগাইয়া বাড়ির ভিতরে রাখি। ধান বিক্রি করে দিয়েছিলাম সকালে ব্যাপারী ধান নিয়ে যাবে। কিন্তু হাতির দল আমার ক্ষতি করে গেল।
বালিয়ামারী বাজার পাড়া গ্রামের আব্দুস সবুর বলেন, তার এবং তার স্কিমের পাশে শ্যালো মেশিনের ৩টি পাম্পসেট উখরে ফেলেছে।
বালিয়ামারী পশ্চিম পাড়া গ্রামের সুজায়েত হোসেন বলেন, তার মাটি কাটার বেশ কয়েকটি পাইপ ভেঙে মুচড়ে ফেলেছে।
রাজিবপুর সদর ইউপি চেয়ারম্যান মিরন মো. ইলিয়াস হাতির তান্ডবে ক্ষতির কথা স্বীকার করে বলেন, প্রতি বছরই হাতির দলটি সীমান্তবাসীর ক্ষতি করে। কিন্তু তেমন কোন কার্যকরী ব্যবস্থা নেয়া যাচ্ছে না।
বিজ্ঞান ও প্রযুক্তি: ইউআইটিএসে শুরু হচ্ছে হাল্ট প্রাইজ প্রতিযোগিতা
বিজ্ঞান ও প্রযুক্তি: ভ্রমণের পেমেন্ট বিকাশ করে গ্রাহকরা জিতে নিলো নেপাল ও কক্সবাজার ট্যুর
বিজ্ঞান ও প্রযুক্তি: বিকাশের নতুন উদ্যোগ ‘বি হাইভ’