সামাজিক যোগাযোগ মাধ্যমে অপপ্রচার চালানোর প্রতিবাদ জানিয়ে সংবাদ সম্মেলন করেছেন দুর্গাপুর উপজেলা বাসিন্দা জেলা বিএনপি সাবেক সহ-সভাপতি উপজেলা বিএনপি সাবেক সভাপতি আলহাজ ইমাম হাসান আবুচান।
গতকাল দুপুরে প্রেসক্লাব মিলনায়তনে উপস্থিত হয়ে এ সংবাদ সম্মেলন করেণ তিনি। লিখিত বিবরণে জানান সম্প্রতি এক অচেনা আইডি থেকে তাকে এবং তার পরিবারের সদস্যদের জড়িয়ে একটি মহল মিথ্যা-অসত্য-বানোয়াট-ভিত্তিহীন অপপ্রচার চালিয়ে যাচ্ছে যা বাস্তবতার সঙ্গে কোন মিল নেই বা কোন প্রমাণও নেই, এই অপপ্রচারের তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানিয়েছেন।
পাশাপাশি এই অপপ্রচার করা থেকে বিরত থাকার জন্য ওই মহলটিকে সতর্ক করেদেন তিনি। এসময় তার সঙ্গে ছিলেন বিএনপি-সমর্থিত বিদ্যুৎ সরকার, নুরুল আমিন তালুকদার ও মো. এনামুল হক প্রমুখ।
বিজ্ঞান ও প্রযুক্তি: ইউআইটিএসে শুরু হচ্ছে হাল্ট প্রাইজ প্রতিযোগিতা
বিজ্ঞান ও প্রযুক্তি: ভ্রমণের পেমেন্ট বিকাশ করে গ্রাহকরা জিতে নিলো নেপাল ও কক্সবাজার ট্যুর
বিজ্ঞান ও প্রযুক্তি: বিকাশের নতুন উদ্যোগ ‘বি হাইভ’