মানিকগঞ্জের হরিরামপুর উপজেলার গোপীনাথপুর ইউনিয়নের মজমপাড়া এলাকায় রস ছাড়াই ভেজাল খেজুরের গুড় তৈরির অভিযোগে এক হাজার টাকা জরিমানা করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। অভিযানে গুড় তৈরির সরঞ্জাম, চুলা, চিটাগুড় এবং প্রায় ১০ কেজি ভেজাল গুড় জব্দ করে তা ধ্বংস করা হয়।
গতকাল মঙ্গলবার ভোরে গোপন সংবাদের ভিত্তিতে এই অভিযান পরিচালনা করেন মানিকগঞ্জ ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক আসাদুজ্জামান রুমেল।
স্থানীয়দের অভিযোগ, ককেল নামের এক ব্যক্তি দীর্ঘদিন ধরে খেজুরের রস ছাড়াই চিটাগুড় ব্যবহার করে ভেজাল গুড় তৈরি করে এসব গুড় স্থানীয় বাজারে সরবরাহ করে আসছিলেন।
সহকারী পরিচালক আসাদুজ্জামান রুমেল বলেন, রস না থাকলেও ককেল নিয়মিত প্রতিদিন ১০ থেকে ১৫ কেজি করে গুড় তৈরি করতেন। ভোক্তাদের সঙ্গে প্রতারণার উদ্দেশ্যেই এই ভেজাল গুড় উৎপাদন করা হচ্ছিল। অভিযানে আমরা গুড় তৈরির সরঞ্জাম, চিটাগুড় এবং প্রায় ১০ কেজি ভেজাল গুড় ধ্বংস ও সেই সঙ্গে এক হাজার টাকা জরিমানা করা হয়েছে।
বিজ্ঞান ও প্রযুক্তি: ইউআইটিএসে শুরু হচ্ছে হাল্ট প্রাইজ প্রতিযোগিতা
বিজ্ঞান ও প্রযুক্তি: ভ্রমণের পেমেন্ট বিকাশ করে গ্রাহকরা জিতে নিলো নেপাল ও কক্সবাজার ট্যুর
বিজ্ঞান ও প্রযুক্তি: বিকাশের নতুন উদ্যোগ ‘বি হাইভ’