গজারিয়া উপজেলায় কৃষি কাজে নারীর অংশগ্রহণ দিন দিন বেড়েই চলেছে। ঘরের কাজের পাশাপাশি কৃষি কাজেও পুরুষের সাথে সমানতালে শ্রম দিচ্ছেন নারীরা।
কৃষি কাজে নারী শ্রমিকদের চাহিদা থাকলেও পারিশ্রমিকের দিক বিবেচনায় এখনও বৈষম্যের শিকার হচ্ছেন নারী শ্রমিকরা।
সূত্রমতে, আবহমান কাল ধরে বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে গ্রামীণ জনপদে কৃষি কাজে গ্রামীণ নারীদের অংশ গ্রহন ছিল। নারী কৃষি শ্রমিকেরা প্রত্যক্ষভাবে পুরুষের সমান মাঠে কৃষিকাজে অংশ গ্রহন করলেও মজুরী বৈষম্যের শিকার হচ্ছেন বলে অভিযোগ রয়েছে।
সরেজমিনে দেখা গেছে, ফসলের ক্ষেতে ধানের বীজ রোপণ করা থেকে শুরু করে সার দেওয়া, আগাছা দমন, কীটনাশক ছিটানো, ধান কাটা মাড়াই,রবিশস্য উৎপাদন কাজ করছেন নারী শ্রমিকরা। অনেকেই আবার বাড়ির পাশে বা উঠানে অনাবাদি জায়গায় শাক-সবজি, ফল-ফলাদির আবাদ করে সংসারে বাড়তি রোজগারের পথ খুঁজে নিয়েছেন।
তবে এসব নারী শ্রমিকদের দাবি, এখনো তারা তাদের শ্রমের ন্যায্য মজুরী বা পারিশ্রমিকসহ কাজের সময় ও সুযোগ সুবিধায় বৈষ্যমের শিকার হচ্ছেন।
সরকারিভাবে কৃষি উপকরণ, সারবীজ, কৃষক কার্ড ও ঋণের বেশিরভাগ সুবিধা পুরুষ কৃষক পেলেও বঞ্ছিত হচ্ছেন নারী কৃষকরা।
জমিতে সার প্রয়োগ করছিলেন জমির মালিক, তিনি জানালেন নারী শ্রমিকেরা কাজে ফাঁকি দেন কম কাজ ভালো করেন কিন্তু মজুরী পুরুষের তুলনায় কম। তাই তাদেরকে কাজে নিয়েছি।
শ্রমিক নাজমা জানালেন সারা বছর কৃষি কাজে নারী শ্রমিকদের কাজ থাকে না, আলুসহ রোপন ও রবিশস্য মৌসুমে আমাদের কাজ থাকে, ন্যয্য মজুরী পাই না তবু যা পাই তাই সংসারের কাজে খরচ করতে পারি। তাদের দাবী, সকাল সাড়ে আটটা থেকে বিকাল ৪/৫ পর্যন্ত সময়ে কাজ করে সেখানে পুরুষ শ্রমিকের মজুরী ৫০০ টাকা তারা মজুরী পায় তিন থেকে সাড়ে তিনশ টাকা।
নারী শ্রমিকদের কাজের বিষয়ে মহাজন শেখ হাবিবুর রহমান মেম্বার বলেন মহিলারা কাজে ফাঁকি দেয় না এদেরকে কাজের বিষয় বুঝিয়ে দিলে তারা ভালো কাজ করে, এলাকায় পুরুষ শ্রমিক তেমন পাওয়া যাচ্ছে না এরা আছে বলে কৃষি কাজে সমস্যা হচ্ছে না নতুবা কৃষি কাজে সমস্যা হতো। নারীর সমঅধিকার ও সমমূল্যায়নের বিষয়টি নিশ্চিত করতে সরকারের পাশাপাশি সমাজের সকলকে সচেতন হতে হবে বলেও তিনি উল্লেখ করেন।
বিজ্ঞান ও প্রযুক্তি: ইউআইটিএসে শুরু হচ্ছে হাল্ট প্রাইজ প্রতিযোগিতা
বিজ্ঞান ও প্রযুক্তি: ভ্রমণের পেমেন্ট বিকাশ করে গ্রাহকরা জিতে নিলো নেপাল ও কক্সবাজার ট্যুর
বিজ্ঞান ও প্রযুক্তি: বিকাশের নতুন উদ্যোগ ‘বি হাইভ’