ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে সামনে রেখে টাঙ্গাইলের ধনবাড়ীতে ভোটারদের গণভোট সম্পর্কে উদ্বুদ্ধ ও সচেতন করতে তৃণমূল পর্যায়ে জনগণের দোরগোড়ায় পৌঁছে প্রচারণা চালাচ্ছে ধনবাড়ী উপজেলা প্রশাসন।
গত সোমবার বিকালে উপজেলার যদুনাথপুর ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে উপজেলা প্রশাসনের আয়োজনে ও ইউনিয়ন পরিষদের সার্বিক সহযোগিতায় এ প্রচারণা কার্যক্রম অনুষ্ঠিত হয়।
প্রচারণা অনুষ্ঠানে গণভোটের উদ্দেশ্য, পদ্ধতি ও ভোটারদের দায়িত্ব নিয়ে নানাধিক তুলে ধরে বক্তব্য দেন, উপজেলা নির্বাহী অফিসার নুরজাহান আক্তার সাথী এবং ধনবাড়ী হর্টি কালচার সেন্টারের উদ্যানতত্ত্ববিদ ও যদুনাথপুর ইউনিয়ন পরিষদের প্রশাসকের দায়িত্বে থাকা রাসেল পারভেজ তমাল।
এছাড়া গণভোট বিষয়ে তৈরি তথ্যচিত্র প্রদর্শনের মাধ্যমে সাধারণ ভোটারদের সহজভাবে বিষয়টি তুলে ধরা হয়। আলোচনা অনুষ্ঠানে অংশ নেয়া সাধারণ ভোটাররা গণভোট সম্পর্কে নানা প্রশ্ন করেন এবং কর্মসূচিতে স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ পরিলক্ষিত হয়।
বিজ্ঞান ও প্রযুক্তি: ইউআইটিএসে শুরু হচ্ছে হাল্ট প্রাইজ প্রতিযোগিতা
বিজ্ঞান ও প্রযুক্তি: ভ্রমণের পেমেন্ট বিকাশ করে গ্রাহকরা জিতে নিলো নেপাল ও কক্সবাজার ট্যুর
বিজ্ঞান ও প্রযুক্তি: বিকাশের নতুন উদ্যোগ ‘বি হাইভ’